স্বাগতম বৈশাখ, স্বাগতম বিডিনিউজ ২৪

ফরহাদ আজাদ
Published : 14 April 2012, 04:16 AM
Updated : 14 April 2012, 04:16 AM

ঝরা পাতার শব্দের মতন বড়ই নিঃশব্দে হাটি হাটি পা পা করে দিন পঞ্জিকার ১১টি মাস পেরিয়ে আমাদের মাঝে আবার রং দুলাতে এলো হে চির চেনা বৈশাখ । স্বাগতম বৈশাখ ,স্বাগতম বিডি নিউজ ২৪ যে আমাকে কথা বলার পথ দেখিয়েছে । কচিঁ আমের মত কিছু সবুজের নিরযাস আর সবিতার মন ভাংগা লালিমার গোলাপী বাহারে সাজিয়ে রেখেছে বাঙ্গালী জাতি । আজ সব দুঃখ ভুলে গিয়ে নিজেকে হারাবে বৈশাখী ঝড়ে । ঝড়ো হাওয়ায় পেটে ভেসে আসা বৃষ্টির শীতল ফোটা গুলি জানিয়ে দিল আজ পহেলা বৈশাখ । গায়তে হবে গান বাউল সুরে , ভিজতে আজ বাংলার মেঠো পথে ,কাদাঁর মাঝে ,লিখতে হবে কবিতা । বর্ণিল প্রজাপতি ও মিশেছে আমাদের দলে । রাখালের হাতে বাশিঁ , ললনার ললাটে লাল টিপ , অধরায় ছেয়ে গেছে মিষ্টি লাল রং , শিশুর হাতে রঙ্গিন বেলুন , দুষ্ট ছেলেদের হই হই রব , মায়ের হাতে চিড়ামুড়ি যে দিকে তাকায় শুধু বৈশাখী সুভাস আবৃত গ্রাম বাংলার মেঠো পথ । আর কথা নয় ,বৈশাখী মাতাল হাওয়ায় হারিয়ে যাব আজ বাংলার নীল আকাশের ছাদে , আমার প্রিয়া ও থাকবে কাধে ।

বিশিষ্ট লেখক , ভৈরব ।