আমার ক্রিকেট ভাবনা

বাঘ বাঙালী
Published : 5 Jan 2013, 04:09 AM
Updated : 5 Jan 2013, 04:09 AM

ক্রিকেটিয় হিসাবে বাংলাদেশ বেশ ভালভাবেই ২০১২ শেষ করেছে । অন্যান্য বছরে যেখানে প্রাপ্তির খাতায় বলার মত খুব বেশী কিছু থাকেনা সেথানে এ বছর অনেক দিয়েছে আমাদের টাইগাররা । আমরা এখন ২ রানের জন্য এশিয়া কাপ বঞ্চিত মানে ভারত আর শ্রীলংকাকে হারিয়ে এবং পেছনে ফেলে এশিয়ায় আমরা দ্বিতীয়,র্পূণাঙ্গ শক্তির ওয়েস্ট ইন্ডিজকে ৩-২ এ হারিয়ে দেশের মাটিতে ওডিআই সিরিজ জয়ী (যদিও আগে দেশের মাটিতে পূর্ণ শক্তির নিউজিল্যান্ডকে ধবলধোলাই দেয়া হয়েছে), আইসিসি ওডিআই র‍্যাংকিং এ আমরা নিউজিল্যান্ডকে পেছনে ফেলে ৮ম হয়েছিলাম ( যদিও জানুয়ারি ০২,২০১৩-এর আপডেট মোতাবেক, এখন আবার ৯ম !) । দুটো টেস্টেই আশা জাগিয়ে ৫ম দিনে হার, অনেকগুলো ৯০+ আর একটা দীর্ঘ দিন মনে রাখার মত "আবুল হোসেন সেঞ্চুরি", একজন সোহাগ গাজী, শিশিরে ব্যস্ত সাকিব-বিহীন এক অচেনা বাংলাদেশ যেখানে মমিনুলরা কিছু বুঝে ওঠার আগেই দুম করে ছক্কা মারে-এ সবই আমরা পেয়েছি গেল বছর ।

২০১৩ তে আমাদের প্রথম সিরিজ শ্রীলংকার বিপক্ষে শ্রীলংকায় ফেব্রুয়ারী-মার্চে ০২ টেস্ট, ০৩ ওডিআই , এরপর জিম্বাবুয়ের বিপক্ষে জিম্বাবুয়েতে ০২ টেস্ট,০৩ ওডিআই এবং ০২ টি-২০ এপ্রিল-মে-তে , তারপর অক্টোবর-নভেম্বরে নিজের ঘরে কিউই-দের
বিপক্ষে ০২ টেস্ট,০৩ ওডিআই এবং ০১ টি-২০ এবং সর্বশেষে আবার লংকানদের সাথে ০২ টেস্ট হোম-সিরিজ এবং পাকিস্তান,শ্রীলংকা,বাংলাদেশ একটি ট্রাই-নেশন কাপ ( আবার আরেকটা এশিয়া কাপের মত !) ( সূত্র্ : http://static.icc-cricket.com/ugc/documents/DOC_713317E72A1D8E0784239E6CE54FC93D_1354773568474_664.pdf)

২০১৩ তে আমি বিশ্বাস করি যে আমরা ২০১২র চেয়েও ভাল করব । আমি বিশ্বাস করি যে ২০১৩-তে আমরা টেস্টে ২০১২-র মতই জেতার জন্য খেলব এবং ১২-র মত জিতা খেলা হেরে আসব না,আশা করব জিয়াউর রহমানের মত বিধ্বংসী খেলোয়াড়কে ডাগ-আউটে বসিয়ে হাফ-সেঞ্চুরি করার জন্য মাহমুদউল্লাহ আর তামিমের মত আর কেউ টেস্ট মেজাজে টি-২০ ইনিংস খেলবেন না কারণ রেকর্ডের চেয়ে জয় বড় এবং সবশেষে আমি আশা করি যে ২০১৩-তে পৃথিবীর সেরা অল-রাউন্ডারকে আই পি এল-এ ফিট অথচ উপেক্ষিত দেথতে হবে না, যেমনটা আশা করি না আই পি এল,বি পি এল,কাউন্টি খেলা পৃথিবীর সেরা অল-রাউন্ডারকে যিনি বাংলাদেশের হয়ে ২০১২-র মত খেলতে গিয়ে আনফিট খাকবেন,কেননা তার মত খেলোয়াড় আমাদের কেন সারা পৃথিবীতেই আর নাই ( কি করে ভুলি ভারতের বিপক্ষে করা সেই ৪৯কে যার জন্য একশো নম্বর সেঞ্চুরি করেও টেন্ডুলকার দর্শক আর সাকিব ম্যান অভ দ্য ম্যাচ, ভারত পরাজিত আর বাংলাদেশ জয়যুক্ত ?) ।