পড়লেই….আক্কেল গুড়ুম

শেখ ফরিদ আলম
Published : 16 Dec 2019, 05:58 AM
Updated : 3 July 2011, 09:46 AM

# গন্ডারের নাকের উপরের শক্তপোক্ত শিংটি আসলে ঘনবদ্ধ চুল ও কেরাটিন দিয়ে তৈরি ।
# স্টবেরি আদতে গোলাপ ফুলের একটি বিশেষ প্রজাতি ।
# হরিণরা দিনে মাত্র ৫ মিনিট করে ঘুমায় ।
# একমাত্র হার্মিং বার্ডই পিছন দিকে উড়তে পারে ।
# কাঁদলে যদি ডান চোখ দিয়ে জল আগে পড়ে, তা হলে সেটা আনন্দের কান্না । দুঃখের সময় বা চোখের জল আগে পড়ে ।
# বিড়ালের প্রত্যেক কানে ৩২ টা করে পেশি আছে ।
# প্রাচীন মিশরীয়রা পাথরের বালিশে মাথা রেখে ঘুমাত ।
# হলিউডে তৈরি হওয়া প্রথম ছবির নাম 'ইন ওল্ড ক্যালিফোর্নিয়া' । ছবিটি বানিয়েছিলেন ডি ডব্লিউ গ্রিফিথ । এই ছবির শুটিং শেষ হয়েছিল মাত্র দু দিনে ।
# একসময় পৃথিবীতে সোনার চেয়ে লোহার দাম বেশি ছিল ।
# খাবারের মধ্যে একমাত্র মধুই কখনো পচে না ।
# চিনে এক বিলিয়ানের বেশি জনসংখ্যা হলেও টি.ভি মাত্র ২৫০ মিলিয়ান ।
# প্রাচীন মিশরে বিড়াল মরে গেলে শোক পালন করতে সকলে ভুরু কেটে ফেলত।
# ছেলেরা তাদের জীবনের ২৯৬৫ ঘন্টা দাড়ি কামিয়েই কাটিয়ে দেয় ।
# দক্ষিণ আফ্রিকায় উইপোকা ও পিঁপড়ে রোস্ট করে পপকর্নের মতো মুঠো মুঠো খাওয়া হয় ।
# ১৭৩০ সাল পর্যন্ত একমাত্র ভারতেই হিরে পাওয়া যেত ।

সুত্রঃ বুক অফ নলেজ, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রিকর্ডস, উনিশ কুড়ি