২০১৪ বছরকে বিদায় জানাল ময়মনসিংহের সংগঠন ‘Hands for Hands’

মুহাম্মদ ফারজানুল হক
Published : 1 Jan 2015, 09:17 AM
Updated : 1 Jan 2015, 09:17 AM

যখন শহরের তরুণসমাজ ব্যস্ত রাতের আয়োজন নিয়ে যা থার্টিফার্স্ট নামে খ্যাত, তখন শহরের এক তরুণ সংগঠন "Hands for Hands" আর্তের সেবায় নিজেদের নিয়োজিত করল শীতবস্ত্র বিতরণ করে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এর বাস্তুহীন দুস্থদের মাঝে শীতবস্ত্র, কম্বল বিতরণ করে বছরকে বিদায় জানাল এ সংগঠন। সম্পূর্ণ সংগঠনের উদ্যোগ ও অর্থায়নে, সংগঠনের প্রথম এ উদ্যোগ বাস্তবায়ন করেন।

এ সংগঠনের সকল সদস্য অত্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে এবং নিজেরা অত্যন্ত আনন্দিত প্রথমবারের মত এইরকম ভিন্নভাবে বছরকে বিদায় জানিয়ে। আগামীতে আরও নতুন নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছাপোষণ করেন তারা। তবে তা অবশ্যই স্বার্থহীন ও রাজনৈতিক বহির্ভূত ভাবে। দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়ান ও একটু হাসি মাখা মুখ দেখাই একমাত্র মূললক্ষ্য।

এ সংগঠনের সদস্য হতে পারেন যে কেউই, যদি আপানার ইচ্ছা থাকে আর্তমানবতার পাশে দাঁড়ানোর।এ জন্য এ সংগঠনের ফেসবুক পেইজ ( https://www.facebook.com/pages/Hands-for-Hands/529100687189919?ref=br_tf  ) এ লাইক দিয়ে সদস্য হতে পারেন।