ভালোবাসার রঙ ! রঙ ছাড়বে সবার মনে

মো: ফারুক হোসেন
Published : 7 Oct 2012, 06:24 AM
Updated : 7 Oct 2012, 06:24 AM

ভালোবাসার রঙ ছবিটি প্রথম দেখাতেই ভাল লাগার মত ছবি। জকঝকে ছবি , শ্রুতিমধুর শব্দ । যে কারও ভাল লাগবে । ছবির গল্প ভাল। যত্নের সাথে নির্মাণ করেচেন পরিচালক। শাহীন সুমন নামের প্রতি সুবিচার করেছেন। ছবির পোশাক পরিকল্পনা চমত্কার হয়েছে। কিন্তু সম্পাদনা ভাল হয়নি। ছবির আরজিবি ঠিক ছিলনা । এই ছবিতে আর্টিস্ট কাস্ট ভাল । যদিও নতুন নায়ক নাইকা কিছুটা আড়ষ্ট ছিল, কিন্তু তারপর ও ভাল লেগেছে। ভিলেন রা ও ভাল করেছে। অমিত হাসান ভিলেন হিসাবে একবারে ফাটিয়ে দিয়েছেন। শাহীন সুমন তার কাছ থেকে শেরাটা বের করে এনেছেন। মিজু আহমেদ এর দাত কিরমিরিয়ে অভিনয় বিরুক্তিকর লেগেছে। ছবির ধারাবাহিকতা একটা জয়গায় বাধাগ্রস্ত হয়েছে। শেষের দিকে। বিলেনের তাড়া খেয়ে , কাদার গর্তে পড়ে জায়। কাদা মাখামাখি হলে একটি গান হয়। কিন্তু গান শেষের দৃস্সেই তারা একবারে পরিস্কার জামাকাপড় পরে ভিলেনের মুখোমুখি হয় ! ধারাবাহিকতার এই হটাত্‍ বিচ্ছিন্নতা খুব ই কষ্ট দিয়েছে। তারপর ও ভাল একটি প্রচেষ্টা বলতে হবে। কয়েকবার দেখার মত ছবি। বিনোদন পাওয়া জায় এই ছবিতে। পরিচালক শাহীন সুমন কে ধন্যবাদ নতুন দের সুযোগ দেওয়ার জন্য । তাদের জন্য শুব কামনা। বাপ্পী এবং মাহি( অধরা) ।