কোভিড-১৯: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দিশারীর মাস্ক বিতরণ

ফারুক হোসাইন
Published : 3 August 2020, 10:00 AM
Updated : 3 August 2020, 10:00 AM

ছোঁয়াচে করোনাভাইরাসের বিস্তার রোধে মানুষকে সচেতন করতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়ার ছাগলের হাট ও কাঁচাবাজারে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে একটি সামাজিক সংগঠন।

গত মার্চ থেকে শিক্ষার্থীদের মধ্যে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা চালিয়ে আসছে দিশারী। এরই ধারাবাহিকতায় গত ২৯ জুলাই বিকালে বিভিন্ন বয়সী দুই শতাধিক মানুষকে মাস্ক বিলি করে এই সংগঠনের সদস্যরা।

মানুষকে মাস্ক ব্যবহারে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে সংগঠনের আহ্বায়ক আমির হামজা শান্ত বলেন, "এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।"

মাস্ক বিতরণে আরো অংশ নেন ‌‌ব্যবসায়ী আমির হোসেন দুলাল বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম, পাইকপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাদ আহমেদ, পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জহুরুল ইসলাম, আবুল হাসান, দুল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, দিশারীর আহ্বায়ক আমির হামজা শান্ত, সদস্য টুটুল হোসেন, এনামুল হক, আজমুল হক,  আফরিক হাসান আকাশ, ইনজামাম ইমন, ইশতিয়াক তন্ময়, রোকনুজ্জামান খোকন, মাহমুদুজ্জামান শিশির প্রমুখ।