আলমডাঙ্গায় সড়কে দুর্ঘটনা ঠেকাতে গতিরোধকে রঙ করল তরুণরা

ফারুক হোসাইন
Published : 31 August 2020, 03:23 PM
Updated : 31 August 2020, 03:23 PM

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অধিকাংশ গতিরোধক রঙহীন থাকায় সড়ক দুর্ঘটনার ঝুঁকি রয়ে যায়। আর তাই এলাকার তরুণরা মিলে রঙ করে দেয় সড়কের কয়েকটি গতিরোধক।

গত ১০ অগাস্ট রাতে আলমডাঙ্গার কালিদাসপুর রেলগেট থেকে পারকুলা আনন্দবাজার পর্যন্ত দীর্ঘ প্রায় পাঁচ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে থাকা পাঁচটি গতিরোধকে রঙ করার এই উদ্যোগ নেয় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন দিশারী।

রঙ করার কাজে অংশ নিয়েছিলেন দিশারীর সদস্য আফরিক হাসান আকাশ। সামাজিক দায়বদ্ধতা থেকে দুর্ঘটনা রোধে তাদের এই উদ্যোগ বলে জানালেন তিনি।

তবে গতিরোধকে রঙ করলেই দুর্ঘটনা কমবে না উল্লেখ করে  আফরিক হাসান আকাশ বলেন,  "নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালালে দুর্ঘটনা কমানো সম্ভব। এজন্য সবাইকে সচেতন হয়ে গাড়ি চালাতে হবে।"

গতিরোধকে রঙ করার পর এখন মটরসাইকেল, ইজিবাইক ও অন্যান্য পরিবহন চলাচলে অনেক সুবিধা হয়েছে বলে জানালেন স্থানীয়রা।

কুষ্টিয়ার আমবাড়িয়া ইউনিয়ন থেকে আলমডাঙ্গা শহরে যাতায়াত করা কাপড় ব্যবসায়ী ইমরান হোসেন এজন্য তরুণদের 'সাধুবাদ' জানান।

'স্পিড ব্রেকার' রঙ সবার জন্য 'অনেক ভালো হয়েছে' বলে জানালেন ইজিবাইক চালক মোল্লা আলমগীর হোসেন।

এই কাজের উদ্যোক্তা রোকনুজ্জামান খোকনের সঙ্গে এতে আরো অংশ নেন দিশারীর আহ্বায়ক আমির হামজা শান্ত, মীর আল জুবায়ের, সুবহি রহমান, জামাল উদ্দিন প্রমুখ।