আমাদের ভাগ্যের নাম হরতাল

মোঃ ওমর ফারুক
Published : 27 Oct 2014, 05:29 AM
Updated : 27 Oct 2014, 05:29 AM

একটি দেশের উন্নতি নির্ভর করে সেই দেশের জনগণ তথা সেই দেশের নেতৃবৃন্দের একতার উপর এবং উন্নতির একমাত্র মূল উপায় হলো একতা। এই চিরন্তন সত্যটি আমরা সবাই জানি। কিন্তু আমরা সেদিকে লক্ষ করি না। লক্ষ করতে চাইও না। কারণ সেদিকে লক্ষ করলে আমাদের নিজেদের স্বার্থ উদ্ধার হবে না। আমাদের দেশের সরকারি দল বলেন আর বিরোধী দল বলেন যে দলেরই কথা বলেন না কেন কথায় কথায় হরতাল না দিলে শান্তি পাবে না। তারা এতটুকু ভাবেন না হরতালে রাস্তার মানুষের অবস্থা কি দাড়ায়। তারা কিভাবে জীবন যাপন করে। আর দেশের নেতৃবৃন্দের মুখে আশার বাণী খই-মুড়ির মতো ফুটতেছে। আমাদের দেশের ৯০ ভাগ মানুষ গরীব। আমাদের দিন কিভাবে যে কাটে তা একমাত্র আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। আমি দেখতেছি পৃথিবীর অন্যান্য যে কোন দেশে আমাদের মতো হরতাল নেই। কোন কোন দেশে হরতাল নেই বললেই চলে। কিন্তু আমাদের দেশে কথায় কথায় হরতাল। কাজেই আমাদের ভাগ্যের অপর নাম হল হরতাল।