“বাংলাদেশের ক্রিকেট”

মোঃ ওমর ফারুক
Published : 28 Oct 2014, 12:09 PM
Updated : 28 Oct 2014, 12:09 PM

বিশ্বের ক্রিকেট খেলুড়ে যতগুলো দেশ আছে সবগুলোর মধ্যে বাংলাদেশ সর্ব কনিষ্ঠ। এটা বাস্তব সত্য। কিন্তু ক্রিকেট হচ্ছে ব্যয়বহুল খেলা। আমাদের মতো দেশের জন্য এই খেলা চালানো ঠিক না। তারপরও আমাদের ক্রিড়া জগতের মাতব্বরা এই ব্যয়বহুল খেলা পরিচালনা করতেছেন কোটি কোটি টাকা ব্যয় করে। আর এই সব টাকা হচ্ছে আমাদের গরীব জনগণের। দেশের গরীব জনগণ এই বিশাল ব্যয়ের ভার কাঁধে বহন করতেছেন দেশের একটু সুনামের জন্য একটু সম্মানের জন্য আর একটু আনন্দের জন্য। কিন্তু আমাদের ক্রিকেট জগৎ কি আমাদেরকে সেরকম আনন্দ দিতে পারতেছে ? আমাদের আনন্দ, আমাদের সম্মান, আমাদের সুনাম কি বাড়াতে পারতেছে ? নির্বচকরা খেলোয়াড় নির্বাচন করতেছেন হেয়ালি পনায় স্ব-স্ব ইচ্ছায় আর খেলোয়াড়রা খেলতেছে তাচ্ছিল্যের ভঙ্গিতে দায়িত্বহীনের মতো। তারা কোন কোন সময় মাঠে এমন ভাব দেখায় যে তাদের কাছে এই ম্যাচটা কোন ব্যাপারই না। তারা অনায়াসে ম্যাচটা জিতে যাবে। এক একজন খেলোয়াড় এমন ভাবভঙ্গিতে মাঠে নামে যেন মনে হয় তারা এক একজন ব্যাট ধরলেই সেঞ্চুরী হাফ সেঞ্চুরী করবে। আসলে বাস্তবে কিছুই না। তারা মাঠে নামতেছে টাইগারের মতোই আর মাঠ থেকে ফিরে আসতেছে বিড়ালের মতো। এরা যখনই কোন সিরিজ খেলতে যায় তখনই বলে এবার ইনশাল্লাহ আমরা জয় পাবই। কিন্তু ঘরে ফেরার সময় পরাজয়ের ঝুলিটা ভর্তি করে নিয়ে আসে। এভাবে তাদের পরাজয়ের পাল্লা এমন ভারি হয়ে গেছে যে জয়ের পাল্লা ভারি হতে অনেক দেরি। অতএব নিজের দেশে নিজের মাটিতে জিম্বাবুয়ের সাথে শুধু মাত্র একটি টেষ্ট জয় বড় কিছু না। আমরা এই জয়ে একটুও আনন্দিত হই নাই। কারণ এর পরই হয়তো বা শুরু হবে পরাজয়ের পালা।