গ্রামীণ মানুষের দিকে দৃষ্টি দিন

মোঃ ওমর ফারুক
Published : 15 Nov 2014, 08:34 PM
Updated : 15 Nov 2014, 08:34 PM

বিশ্বের বড় বড় দেশেগুলোর দিকে তাকালে দেখা যায় তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা দেশের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে। কিন্তু আমাদের দেশের প্রায়ই সকল গুরুত্বপূর্ণ স্থাপনা ঢাকা এবং এর আশেপাশে স্থাপন করা হয়েছে। দেশের অন্যন্য অঞ্চলে প্রায় খুবই কম। যেমন বর্তমানে যা কিছু স্থাপন করা হচ্ছে ঢাকায়, যা কিছু নির্মাণ করা হচ্ছে ঢাকায়। আমাদের রাজধানী শহরে যা কিছু দেখবেন দেশের আর কোথাও খুজে সেসব দেখতে পাবেন না। যেমন ধরুন রাস্থা-ঘাট, ব্রিজ, সেতু, ফ্লাইওভার। কি দেখবেন সবই আছে আমাদের এই ঢাকা শহরে। কিন্তু আমরা গ্রামাঞ্চলের মানুষ, আমরা শুধু সেসব টিভির পর্দায় দেখে চোখ জুড়াবো আর মন ভরাবো। আমাদের ভাগ্যে কি আর সেসব জুটবে ? বোধ হয় না। বর্তমান পার্লামেন্টের কয়েক জন মন্ত্রী আমার খুব পছন্দনীয়। ওনারার দেশের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন এবং দেশের অবকাঠামোর উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তাদের মধ্যে সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী জনাব ওবায়দুল কাদের আমার খুব প্রিয়। আমি ওনার কাছে বিনীত অনুরোধ জানাবো তিনি যদি আমার প্রত্যন্ত গ্রামাঞ্চল চিলাহাটিতে এসে একবার পরিদর্শন করেন তাহলে বুঝতে পারবেন আমাদের এখানকার রাস্তা-ঘাটের কি করুন পরিণতি। আমরা রাস্তা-ঘাটের জন্য কি ভোগান্তিটাই না ভুগছি। আমাদের এখানকার রাস্তা-ঘাট দেখলে ওনার গায়ে জ্বর আসবে। তাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের এই সাধারন গ্রামীণ সহজ সরল মানুষের দিকে একটু নেক দৃষ্টি দিয়ে আমাদের রাস্তা-ঘাটের উন্নয়নের ব্যবস্থা করবেন।