সমালোচনা

মোঃ ওমর ফারুক
Published : 6 Dec 2014, 04:43 AM
Updated : 6 Dec 2014, 04:43 AM

সমালোচনা, সমালোচনা করা আমাদের বাঙালি জাতির ধর্ম । আমরা প্রায় সবাই বিভিন্ন বিষয়ে বিভিন্ন ব্যক্তির সমালোচনা করে থাকি। এটা আমাদের সহজাত প্রবৃত্তি। আমাদের রক্তের সাথে মিশে গেছে অপরের সমালোচনা করা। আমরা একে অপরের সমালোচনা না করলে শান্তি পাই না। তেমনি আমাদের দেশের রাজনীতিদিদেরও অভ্যাস হয়ে গেছে অপরের সমালোচনা করা। সমালোচনা ছাড়া তাদেরও আর কোন কাজ নেই। কে কখন কোথায় কি করল সেই সমালোচনা নিয়েই তারা সর্বক্ষন ব্যস্ত থাকেন। কিন্তু ওনারা এটা মানতেই চান না যে আমি কি করলাম। আমার সমালোচনা কেউ করছে নাতো ? মানুষ মাত্রই ভুল করে। ভুল ছাড়া মানুষের জীবন বৃথা। ভুল কখন হবে তা বলতেই পারবেন না। আর তখন যদি কেউ আমার সমালোচনা করে তাহলে আমাকে কেমন লাগবে ? যাই হোক আমরা চেষ্টা করব যাতে আমার কোন ভুল না হয় আমি যাতে কোন ভুল না করি। তাহলে আমিও সমালোচনার হাত থেকে রেহাই পাবো না। যেমন আজকে খবরে দেখলাম কতিপয় সরকারি কর্মকর্তা নাকি খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। ওনারা কি কারনে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তা ওনারাই জানেন। কিন্তু তা নিয়েও সরকার পক্ষ থেকে উঠেছে বিভিন্ন সমালোচনা । এমনকি এই সাক্ষাৎকারের নামও দেওয়া হয়েছে। আর এই বিষয়টি ফলাও করে মিডিয়াতে উঠে এসেছে। আসলে এই সব ঘটনা এভাবে মিডিয়াতে প্রকাশ করাও ঠিক না। সরকারি কর্মকর্তারগণ বিরোধী দলীয় নেতৃর সঙ্গে দেখা করেছেন ভাল কথা। এ বিষয়ে সরকার যে পদক্ষেপ নিবেন সেটাও ভাল কথা। কিন্তু সেটা আমার মনে হয় গোপন থাকলে ভাল হতো। সরকার কি পদক্ষেপ নিবেন তা আমার মনে হয় প্রকাশ না করাই ভাল ছিল। সরকারি পদক্ষেপের কথা প্রকাশ পাওয়াতে বিরোধী দলীয় মহাসচিব সরকারের সমালোচনাও করতে ছাড়লেন না। এই হলো পাল্টাপাল্টি সমালোচনা। এ সমালোচনার শেষ নাই। আর আমরা যারা দর্শক শোতা আছি আমরা তো হাবারাম।