গণতন্ত্র

মোঃ ওমর ফারুক
Published : 4 Jan 2015, 08:50 AM
Updated : 4 Jan 2015, 08:50 AM

গণতন্ত্র হল যে কোন দেশের উন্নতির মূল চাবিকাঠি। শক্তিশালী গণতন্ত্র ছাড়া কোন দেশ উন্নতি করতে পারে না এবং জনগণের অধিকারও সুপ্রতিষ্ঠিত হয় না। আমার মতে যে দেশে সরকারের নিয়মতন্ত্রের ধারাবাহিকতা নষ্ট হয় বারে বারে নিয়মতন্ত্র পরিবর্তন হয় সে দেশের জন্য আবার একটি সরকার একাধিকবার বহাল থাকা ভালো। প্রতি নির্বাচনে সরকার পরিবর্তন হওয়া ভালো নয়। তাই আমার মতে আমাদের দেশের জন্যও একটি সরকার একাধিকবার থাকা ভালো তাহলে দেশের একটা উন্নতি বা অবনতি বুঝা যাবে। কিন্তু সেই সরকার যদি অন্যায় কিছু করে তাহলে বরং জনগণেরই ক্ষতি হবে, উন্নতি আর হবে না। আমি দেখতেছি বর্তমান সরকার কিছু কিছু ক্ষেত্রে ভাল উন্নতি করতেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে উন্নতি করতেছে না। যাইহোক আমার কথা হলো যদি কোন সরকার বিরোধী দলকে তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে না দেয় তাহলে তাদের গণতন্ত্রও সুপতিষ্ঠিত হবে না এবং গণতন্ত্র শক্তিশালীও হবে না এবং ক্ষতিগ্রস্থ হবে জনগণ।