টাইগার্স, থাবাটা শত্রুর ঠিক স্পাইনাল কর্ডে পড়া চাই

ফাতেহুল বারী
Published : 4 Jan 2015, 06:06 PM
Updated : 4 Jan 2015, 06:06 PM

ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট দল ঘোষিত হয়েছে আজ। সেনাপতি হলেন মাশরাফি বিন মুর্তজা। দলের ১৫ জনের নাম দেশবাসীর মনে হায় একি হলো এমন কোন হাহাকারের জন্ম দেয়নি। যাদের থাকার কথা তারাই আছেন দলে।ধন্যবাদ নির্বাচকমণ্ডলী এবং বিসিবিকে। শুধু  ছোট্ট একটা অখুশি আমার মনে, রুবেল কেন দলে? তাঁর অস্ত্র ভাণ্ডারে  in-swinger, out-swinger,  yorker, deadly beamer, delivery in the death corridor outside off stump  এসব তো খুব একটা দেখিনা। অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাটসম্যানের জীবন কঠিন করার জন্য এসব অস্ত্র থাকাতো জরুরী। দল নির্বাচনে একমাত্র চমক সৌম্য সরকার। তবে এ চমকের দরকার ছিল। কারণ আমাদের genuine all-rounder-দের সবাই স্পিনার,  একজন  অলরাউণ্ডার যিনি সিম বোলিং করেন,  এমন একজন খেলোয়ারের  ঘাটতি ছিল দলে। সৌম্য সরকার seam bowling করেন এবং অস্ট্রেলিয়ার seaming condition-এ তিনি তাঁরএ বাড়তি অস্ত্র বাবহার করে দেশের জন্য ভাল কিছু করতে পারবেন গভীর ভাবে এ প্রত্যাশা করি। নাসির হোসেন welcome back!

সেনাপতি মাশরাফি বিন মুর্তজার কাছে বিনীত আবেদন জানাই,  all out attack চাই। প্রতিপক্ষের ব্যাটিং- এর সময় আপনার তরফ থেকে  প্রথাগত  ফিল্ডিং-এর বাইরে umbrella fielding, close-in fielding এবং আরো দারুণ সব আক্রমণাত্মক ফিল্ডিং চাই। আপনার ফিল্ডাররা যেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলে।। আপনার যোদ্ধাদের বলবেন মাঠে সদা সরব থাকতে, আইনের সীমানার মধ্যে থেকে শব্দবানে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মানসিকভাবে ত্যক্ত করতে ভুলবেন না, তাতে ওদের মনঃসংযোগে ব্যঘাত ঘটবে, চটে গিয়ে আপনাদের তুলে মারতে চাইবে,  টাইমিং-এ গড়বড় হবে, আপনার ফিল্ডারদের গভীর ভাবেমনযোগী থাকতে বলবেন,  ক্যাচগুলো যেন হাত ফসকে পড়ে না যায়। আর দয়া করে আপনার ব্যাটসম্যানদের বলবেন তাদের উইকেটগুলো প্রতিপক্ষবোলাদের পকেটে উপহার হিসেবে যেন না যায়, তাদের উইকেতগুলো নেয়ার জন্য প্রতিপক্ষ বোলাদের যেন ঘাম ঝড়াতে হয়। নানান দিক থেকে সমস্যা সঙ্কুল প্রিয় এ মাতৃভূমির লালসবুজ পতাকাটি আজ পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে গৌরবের সাথে উড়ছে আপনাদের সৌজন্যে। Thank you and please go Australia for win and you can do it !  শুধু থাবাটা শত্রুর ঠিকস্পাইনালকর্ডে পড়া চাই ! Good Luck beloved Tigers !