সেন্স অব ডিগনিটি

ফাতেহুল বারী
Published : 7 Jan 2015, 05:10 PM
Updated : 7 Jan 2015, 05:10 PM

সত্যিকার অর্থে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা। এই বিমানবন্দরটির একেবারে বাহির/প্রবেশ মুখে অবস্থিত এ মসজিদটির সামনে বিলবোর্ডে বাংলা/ইংরেজিতে লিখা 'এ মসজিদ সৌদি আরব সরকারের অর্থায়নে নির্মিত'।

পরম দুঃখের কথা, দেশের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরটির একেবারে সামনের স্থাপনাটি ভিক্ষার টাকায় নির্মাণ করতে হবে এবং তা আবার বড় করে লিখেও রাখতে হবে যাতে দেশে ঢোকার আগেই বিদেশিরা বুঝতে পারে এ দেশটি ভিক্ষানির্ভর!  আসলে এ দেশটি কি এতোটাই বিদেশি ভিক্ষানির্ভর? তবে তাহলে কেন বাহিরের দুনিয়ার সামনে দেশটিকে এমন দিনহীনভাবে তুলে ধরা? বাহিরের দুনিয়ার সামনে নিজেদের দেশটিকে সম্মানের সাথে তুলে ধরার বিষয়টি আছেই। এদেশের যেকোন নাগরিকের চোখেও তো দৃশ্যটি ভাল লাগার কথা নয়। Sense of Dignity;র দৃষ্টিকোণ থেকে বিষয়টি খুবই গুরুতর। দায়িত্বশীলরা বিষয়টি আমলে নেবেন আশা করি।