সমস্ত রক্ত মাথায় নিয়ে আমরা অপেক্ষা করে আছি- কখন আসবে সে ত্রাণকারী…

ফাতেহুল বারী
Published : 8 Jan 2015, 09:12 PM
Updated : 8 Jan 2015, 09:12 PM

একদল রক্তলোলুপ Senseless Vampire প্রিয় সবুজ এ জনপদটির সমস্ত রক্ত চুষে নিয়ে তাকে রক্তশূন্য করে দিতে চাইছে। তাদেরই একেকটি বিষাক্ত প্রাণঘাতী নিঃশ্বাসের নাম এ অবরোধ, হরতাল…। তাদের নৃশংস এ রক্তপানোৎসবকে নির্বিঘ্ন করার জন্য ঐ রাজসিংহাসন চাই। এ দখল-নিষ্পন্ন করার জন্য সমগ্র রাষ্ট্র জুড়ে ভীতি সঞ্চার করা দরকার, নিরীহ নাগরিকদের থিকথিকে রক্তে সমগ্র জনপদ পিচ্ছিল করে দেয়া দরকার- যাতে সে রক্তে ক্ষমতাসীনরা পিছলা খেয়ে পড়ে যায়। এ প্রক্রিয়ার অংশ হিসেবে পাথর মেরে শিক্ষিকা মেরে ফেলা হচ্ছে, পেট্রোল বোমায় নিরীহ বাসযাত্রীর শরীর ঝলসে দেয়া হচ্ছে। ভবিষ্যতের স্বপ্নে বিভোর ssc পরীক্ষার্থীর কিশোরের দেহ ককটেল মেরে ক্ষতবিক্ষত করে দেয়া হচ্ছে। আমরা সবাই আতঙ্কিত কখন, কোথায় কার প্রিয় স্বজন ঐ পৈশাচিকতার শিকার হয়। রাষ্ট্র আজ নপুংসক এক দর্শক মাত্র, পারছে না তার নাগরিকদের এ নৃশংসতা থেকে বাচাতে। শরীরের সমস্ত রক্ত মাথায় নিয়ে আমরা অপেক্ষা করে আছি- কখন সে ত্রাণকারী আসবে, বুকচিতিয়ে দাঁড়াবে, বলবে আমাদের–' আমার হাত ধরো শক্ত করে, আমিই ওদের থামাব, বাঁচাব তোমাদের।' হে প্রভু কখন পাঠাবে আমাদের সে ত্রাণকারীকে !