নিজভূমে পরবাসীদের খুশির ঈদ ঈদের খুশি কেমন হবে?

ফয়জুল্লাহ আমান
Published : 27 August 2011, 09:01 AM
Updated : 27 August 2011, 09:01 AM

পবিত্র ঈদুল ফিতর আসছে আমাদের আটপৌরে জীবনে অনেক অনন্দের ডালি নিয়ে। ভেজা স্যাঁতস্যাঁতে শরতে বসন্তের আমেজ নিয়ে ঈদ উঁকি মারছে ।বড় ইচ্ছে হয় বাড়ি গিয়ে ঈদ করতে।টিকিটের সংকট আর তীব্র যানজট সত্বেও মানুষ থেমে নেই।নাড়ির টানে ঘরে ফেরা মানুষের ভীড় রাজধানীর পথে ঘাটে।আমরা যারা আটকে আছি বাস ট্রেনের ঝামেলা আর ঝুঁকির ভয়ে।তারা বাড়ির বাইরে বসে দু:খ করা ছাড়া আর কী করতে পারি।তবু প্রার্থনা করি ঈদ উপভোগ্য হয়ে উঠুক।

দীর্ঘতর হও তুমি আনন্দ পুষ্পিত হ্রদয় বাগে/ খুশির জোয়ার বয়ে যাক প্রাণ দরিয়ার শরীরে/ নতুন শিহরণে ঈদের উচ্ছলতা ছড়াক প্রতিটি পল্লিতে/ উৎসবের ফুর্তিতে মুক্তি পাক অবরুদ্ধ হাসির পাল/ অজ যেন অর কোন বাঁধা না থাকে আকাশে উড়তে / শরতের পেঁজা তুলোর মেঘে ভরে যায় যেন তুলতুলে চুল/ নাকের জলে চোখের জলে এই সময়ে/বিরহী আত্মারা কিছুটা প্রকাশ করুক শোকের যন্ত্রণা/ ঘর ছাড়া পাখিদের কণ্ঠে অমরা দূর দেশে শুনতে পাই বারতা/ তোমরা যারা মায়ের কোল থেকে দূরে/তোমাদের কোন ঈদ নেই এই আনন্দ মিছিলে/নি:স্ব মানুষের কাতারে ঈদহীন নীদহীণ দিন কাটাতে হবে /ঈদের উজ্জ্বল উচ্ছল সকালে/হে ঈদ তবুও তো আজ তুমি এলে অনেকের জীবনে/তোমাকে ডেকে নিব আমরা নিজভূমে পরবাসীরা/স্বজনের স্বাক্ষাৎ পাব যেদিন সেই পবিত্র আনন্দ ক্ষণে…