কিঙ্কর আহসানের বিবিয়ানা

Published : 14 June 2019, 12:46 PM
Updated : 14 June 2019, 12:46 PM

এইসময়ের তরুণ লেখক কিঙ্কর আহসানের বিবিয়ানা উপন্যাস গড়ে উঠেছে গ্রামীণ জীবন ও শহরের জীবনের চরিত্র নিয়ে। গ্রামের সাদাসিধে কালামিয়া আর তার স্ত্রী ফজিলাত এবং তাদের সন্তান রোখসানা, সৈকত মিলে একটি পরিবার। কালামিয়ার বাবা-মা মারা গেলে ছোট ভাই জালালকে পড়ালেখা করিয়ে বড় অফিসার বানায়। জালাল এখন শহরের বড় অফিসার, বসের মেয়ে সাভেরাকে বিয়ে করেছে।

এক সময়ে ঘটনাক্রমে জালালের সাথে বিবাহ বিচ্ছেদের কথা হয় সাভেরার। এরমধ্যে মারা যায় কালামিয়া। জালাল বড় ভাইকে মাটি দিতে দিতে সাভেরার কথা চিন্তা করে। সাভেরা তো মরণব্যতিত রোগে ভুগছে। চিকিৎসা করাতে বাইরের দেশে যাবে তার জন্য চলছে প্রস্তুতি। গভীর রাত হলে জালাল তার বড় ভাইয়ের কবর খোঁড়ে।

সবাই বলে জালাল না কি পাগল হয়ে গেছে। তাহলে সাভেরার কী হলো? সাভেরা কী বিদেশ থেকে সুস্থ হয়ে আসতে পেরেছে?

বইটি প্রকাশ করেছে সৃজনশীল প্রকাশনা সংস্থা অন্বেষা প্রকাশনী।