গণতান্ত্রিক রাষ্ট্র

গ্রুপ ক্যাপ্টেন ফজলুল হক
Published : 27 June 2011, 05:23 AM
Updated : 27 June 2011, 05:23 AM

বাংলাদেশকে যারা গণতান্ত্রিক রাষ্ট্র মনে করেন তাদের জন্য প্রশ্ন:

১। যেহেতু মন্ত্রীদের বেতন ভাতাসহ মন্ত্রণালয়ের সকল ব্যয় জনগণের টাকায় বহন করা হয়; সেহেতু রাষ্ট্র পরিচালনার জন্য কতজন মন্ত্রী এবং কতটা মন্ত্রণালয় লাগবে তা নির্ধারণের বৈধ অধিকার কি একমাত্র জনগণের হওয়া উচিত নয়? এবং সেটা গণ ভোট বা গণ সংসদের ভোটে নির্ধারিত হওয়া উচিত নয় কি?

২। নির্বাচিত প্রতিনিধিদের জন্য দামী গাড়ী লাগবে এবং তা শুল্কমুক্ত হবে এ সিদ্ধান্ত কে নেবে— সরকার, সংসদ না জনগণ?

৩। নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় হবে না জনগণের কর্তৃত্বে হবে তা নির্ধারণ করার অধিকার রাজনৈতিক নেতা বা দলের, অথবা সরকারের, বা সুধী মহলের এই সিদ্ধান্ত দেয়ার বৈধ অধিকার কি জনগণের নয়? আর সেটা গণভোট বা গণ সংসদের ভোটে নির্ধারিত হওয়া উচিত নয় কি?

দেশ ও নিজদের ভবিষ্যত গড়তে এ রকম আরও অনেক প্রশ্নের উত্তর বের করতে আজকের প্রজন্মকে এগিয়ে আসতে হবে।