সংসদে বিভক্তি ভোট

গ্রুপ ক্যাপ্টেন ফজলুল হক
Published : 1 July 2011, 05:24 AM
Updated : 1 July 2011, 05:24 AM

সংবিধানের অনুচ্ছেদ ৭০ যে সংসদ সদস্যদের মতামত দানের স্বাধীনতা কেড়ে নিয়ে সংসদে একনায়কতন্ত্রের প্রতিষ্ঠা করেছে তা আর একবার প্রমাণিত হলো ১৫শ সংশোধনীতে বিভক্তি ভোট অনুষ্ঠান থেকে। এই সংশোধনীর বিভিন্ন বিষয়ে অনেক সংসদ সদস্যের মত পার্থক্য থাকলেও ভোটের বেলায় সবাই হা বলতে বাধ্য হয়েছেন।বিভক্তি ভোট প্রহসনে পরিণত হয়েছে। সংসদ সদস্যদের স্বাধীন মতামত দেয়ার সুযোগ সৃষ্টি করে অন্ততঃ সংসদে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে অনু ৭০এর বিলুপ্তি/সংশোধনী আবশ্যক। ১৫শ সংশোধনীর বিরুদ্ধে যারা রাস্তায় মিছিল করছেন তাদেরও অনু ৭০ বিলুপ্তির কথা প্রথমে বলা দরকার; তা না হলে সংসদ কার্যকরী হবে না।