উপন্যাস লেখা প্রতিযোগিতা

হাসান ফেরদৌস
Published : 4 Nov 2012, 04:01 PM
Updated : 4 Nov 2012, 04:01 PM

প্রকাশনা সংস্থা "বাংলাদেশ রাইটার্স গিল্ড" এর উদ্যোগে উপন্যাস লেখা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় প্রাপ্ত সেরা উপন্যাসটি প্রকাশনীর খরচে প্রকাশ করা হবে। ইতিপূর্বে কোন উপন্যাস প্রকাশিত হয়নি এমন লেখকগনই এই প্রতিযোগিতার প্রতিযোগী হিসেবে বিবেচিত হবেন। উপন্যাসটি হতে হবে ১৫০০০ থেকে ২০০০০ শব্দের মধ্যে। বাংলা একাডেমীর বানানরীতি অনুসরণ করতে হবে। শুদ্ধ বানান, রচনা শৈলী বিষয় নির্বাচন প্রভৃতি বিষয় প্রাধান্য পাবে পাণ্ডুলিপির মান যাচাইয়ের ক্ষেত্রে।

পাণ্ডুলিপিটি বিজয়, সুতনি এমজে ফন্টে কম্পিউটার কম্পোজ করে প্রিন্ট করে এবং সিডি আকারে জমা দিতে হবে।
পাণ্ডুলিপি জমা দেওয়ার জন্য শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০১২।

জমা দিতে হবে এই ঠিকানায়ঃ
পারভেজ রানা
সভাপতি
বাংলাদেশ রাইটার্স গিল্ড
৫ম তলা, ১৫২ রোকেয়া সরণী (সেনপাড়া পর্বতা)
মিরপুর-১০, ঢাকা-১২১৬
মোবাইলঃ ০১৯১৩৩৩৬১২৭
ফেসবুকে যোগাযোগঃ www.facebook.com/bdwritersguild
ই-মেইলঃ bangladeshwg@gmail.com
ব্লগসাইটঃ http://bdwritersguildblog.com