মধ্যরাতে বিদ্যুতের দাবিতে হঠাৎ উত্তপ্ত জাহাঙ্গীরনগর

ফাহিম ইবনে সারওয়ার
Published : 2 August 2011, 03:55 AM
Updated : 2 August 2011, 03:55 AM

সারাদিনের ভোগান্তির সাথে মধ্যরাতের ভোগান্তি মিলে হঠাৎ বিদ্যুতের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে মধ্যরাতের জাহাঙ্গীরনগর। সোমবার সারাদিন, সন্ধ্যা, রাতের দূর্ভোগ শেষ পর্যন্ত গিয়ে মধ্যরাতে ঠেকে। রাত দেড়টার দিকে শহীদ সালাম বরকত ও মওলানা ভাসানী হলের ৪০/৫০ জন সাধারণ ছাত্র বিদ্যুতের দাবিতে মিছিল নিয়ে উপাচার্যের বাসা ঘেরাও করে।

এসময় প্রক্টর অধ্যাপক ড. আরজু মিয়া এসে তাদের শান্ত করার চেষ্টা করলে প্রক্টরের সাথে ছাত্রদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এসময় ছাত্ররা মিছিল নিয়ে চৌরঙ্গীর দিকে গেলে বরাবরের মতই ছাত্রলীগের নেতাকর্মীরা রড, লাঠিসোটা নিয়ে ধাওয়া দেয়। প্রাণভয়ে সাধারণ ছাত্ররা যে যেদিকে পারে ছুট!!!

মঙ্গলবার সকালে রয়েছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের পূর্বনির্ধারিত ২রা আগস্টের মিছিল। ১৯৯৯ সালের এমনই এক ২রা আগস্টের সকালে ছাত্রলীগের তৎকালীন মানিক গ্রুপ ক্যাম্পাস ছাড়া হয়। এবার বিদ্যুতের ন্যায্য দাবির পানি কোথায় গড়ায় সেটা কালকের সকালটাই বলে দেবে হয়তো।

বি:দ্র;
এই লেখার মাঝে ২বার লোডশেডিং হলো। বিদ্যুৎ আধাঘন্টার জন্য আসছে আবার যাচ্ছে। এর সাথে গরমে সবার মাথা গরম হয়ে আছে!!