সন্ত্রাসীদের হামলায় পাকিস্তানের মন্ত্রী নিহত

ফাহিম ইবনে সারওয়ার
Published : 2 March 2011, 12:08 PM
Updated : 2 March 2011, 12:08 PM

ইতিমধ্যেই পাকিস্তানকে `ব্যর্থ রাষ্ট্র' হিসেবে বিশ্রেষক এবং সাংবাদিক পরিচিত করে থাকেন। যদিও এখন পর্যন্ত ব্যর্থ রাষ্ট্রের কোন সুনির্দিষ্ট সংজ্ঞা আন্তর্জাতিক রাজনীতিতে নেই।

আজকের সংবাদ, বিডিনিউজটুয়েন্টিফোর ডটকম থেকে……..

"এই সন্ত্রাসী হামলার কথা চিন্তা করেই এবারের বিশ্বকাপ ক্রিকেটের স্বাগতিক হতে হতে, হতে পারলোনা পাকিস্তান। আর তা যে যৌক্তিক সিদ্ধান্ত ছিলো তা প্রমাণ করে দিলো পাকিস্তানের অজ্ঞাত সন্ত্রাসীরা।

ইসলামাবাদে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায় বিষয়ক মন্ত্রী শাহবাজ ভাট্টি।

বুধবার সকালে ইসলামাবাদে বন্দুকধারীর গুলিতে নিহত হন শাহবাজ। তিনি গাড়িতে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে দুজন বন্দুকধারী তার ওপর হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে।

সালমান তাসির ও শাহবাজ হত্যাকাণ্ডের মধ্যে যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ ক্ষমতাসীন দলের এ দুই নেতাই পাকিস্তানের ধর্ম অবমাননা (ব্লাসফেমী) আইনের সংস্কার চেয়েছিলেন।

গত ৪ জানুয়ারি পাঞ্জাব প্রদেশের গভর্নর ও সরকারদলীয় শীর্ষ পর্যায়ের রাজনীতিক সালমান দেহরক্ষীর গুলিতে নিহত হন।"

অর্থ্যাৎ পাকিস্তানে ধীরে ধীরে অস্থিতিশীল সরকার ব্যবস্থার কারনে সন্ত্রাসীরাই সকল সিদ্ধান্তের একক সিদ্ধান্তদাতা হয়ে দঁড়াচ্ছে। যেটা মোটেই শুভলক্ষন নয়।