মাদ্রাসায় পড়া কি অপরাধ?

বাংলাদেশ টাইমস
Published : 31 Jan 2012, 07:48 AM
Updated : 31 Jan 2012, 07:48 AM

গতকাল একটি স্কুল এন্ড কলেজে শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্তির জন্য পরীক্ষা দিতে গেলাম। প্রতিষ্ঠান প্রধান আমার কাগজপত্র দেখলেন, অতঃপর আমার নিজের সম্পর্কে ইংরেজীতে লিখতে বললেন, আমি লিখলাম। তারপর তিনি আমাকে নাজেহাল করা শুরু করলেন। আমি কেন মাদ্রাসায় পড়াশোনা করলাম…..ইত্যাদি। উল্লেখ্য আমি উচ্চ মাধ্যিমক পর্যন্ত মাদ্রাসায় পড়াশোনা করি। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষায় ৪বছরের স্নাতক কোর্স সম্পন্ন করি। তিনি আন্তরিকতার সাথে আমাকে পরামর্শ দিলেন, আমি যেন কোন ধরনের চাকুরীর জন্য চেষ্টা না করে আন্য কোন কাজে লেগে যাই।

হতে পারে আমার ভিত্তি এখনো চাকুরীর জন্য তৈরি না, কিন্তু আমার হাতে যথেষ্ট সময় আছে। এক্ষেত্রে তিনি আমায় আমার অবস্থান আরো শক্ত করার পরামর্শ দিতে পারতেন। তা না করে তিনি আমায় আন্তরিক পরামর্শ দিলেন।