বাস ভাড়া

ফরিদপুরি
Published : 7 July 2012, 02:18 PM
Updated : 7 July 2012, 02:18 PM

কায়দাটা অনেকেই জানেন ও প্রয়োগ করেন-কোন সন্দেহ নাই। মহাখালী থেকে গাজীপুর যেতে টঙ্গীর ভাড়া দেয়া, উত্তরা থেকে কলাবাগান যেতে খামারবাড়ির ভাড়া দেয়া ইত্যাদি ঢাকাইয়া সুন্নতে পরিনত হয়েছে।প্রতারক বাস শ্রমিকদের শায়েস্তা করতে এই থেরাপি মোটেই মন্দ বলে মনে হয় না। অনেক বার লিখেছি যে,সাবেক তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি হাবিবুর রহমান ভাড়া নির্ধারনের নির্বাহী ক্ষমতা সরকারের হাত থেকে বাস মালিকদের হাতে হস্তান্তর করেন-এই ব্যাপারে সরকার বা জনগন কোন কথা বললো না।আসুন এব্যাপারে সবাই কিছু একটা করি। কষ্টে আছে আইজদ্দির দল। আইজদ্দির দল বলতে আমি মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্তের দলকে বুঝিয়েছি। প্রায় বাসেই লেখা দেখি, নিম্ন ভাড়া ৫ টাকা-যোগাযোগ মন্ত্রনালয়। আমি যতটুকু খবর নিয়েছি,যোগাযোগ মন্ত্রনালয় এই ধরনের কোন আইন জারি করে নাই। যদি কোন পাঠক এব্যাপারে আরো তথ্য দিতে পারেন,তাহলে খুব খুশী হবো। আসলে বাস মালিক-শ্রমিক সমিতি প্রতারনার আশ্রয় নিয়েছে। সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে তা হলো প্রতি কি মি ১/৫৫ টাকা। আসুন বাস শ্রমিকদের এই ধরনের প্রতারনা প্রতিহত করি।