আবেগ ও যুক্তি

স্বাধীণ
Published : 10 Feb 2013, 05:45 PM
Updated : 10 Feb 2013, 05:45 PM

আমাদের আবেগ যেন আমাদের শক্তি হয় এবং যেন তা যুক্তি দিয়ে চালিত হয়। এখনো যখন দেখি আমার দেশের পতাকা খামচে ধরেছে দেশি শকুন, রক্ত বয়ে চলা ধমনী তখন আবেগে স্ফীত হয় মনে হয় নূরলদীনের মত বলে উঠি " জাগো বাহে কুনঠে সবাই" এই আবেগ সবাইকেই ধারণ করা উচিৎ এবং সেটাকে শক্তিতে পরিণত করে দেশ মাতৃকাকে রাজাকার শূণ্য করতে পারি।