অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড

আবদুল হাকিম
Published : 25 Nov 2012, 04:06 PM
Updated : 25 Nov 2012, 04:06 PM

বিবিসি সহ সকল পত্রিকা, টিভি সংবাদে একটা বিষয় ফুটে উঠেছে বাংলাদেশে শিল্প কলকারখানায় নিরাপত্তা ঠিকভাবে মানা হচ্ছে কি না তা দেখার দায়িত্ব সরকারের শিল্প মন্ত্রনালয়ের।একজন মন্ত্রীর নিয়োগ দেন তা সঠিক ভাবে পরিচালনার জন্য। সে কাজ যদি না পালন করে তবে মন্ত্রনালয় ও মন্ত্রীর দরকার কি???
এমন দুর্ঘটনার পর আমরা সাধারণ জনগন যা প্রত্যাশা করি……।

ভুল তথ্যঃ দায় নিয়ে বিবিসি প্রধানের পদত্যাগ
(দায়িত্ব নেয়ার মাত্র দুই মাসের মাথায় ভুল তথ্য পরিবেশনার দায় নিয়ে পদত্যাগ করেছেন বিবিসির মহাপরিচালক ও প্রধান সম্পাদক জর্জ এনটুইসেল। )
http://www.bdnews24.com/bangla/details.php?id=210264&cid=5
দুর্ঘটনার পর মিশরের পরিবহন মন্ত্রী এবং রেল কর্তৃপক্ষের প্রধান পদত্যাগ করেছেন বলে মিশরের গণমাধ্যমগুলোতে জানানো হয়েছে।
http://www.poriborton.com/article_details.php?article_id=5795

আমাদের দেশে ১ লক্ষ করে টাকা দিলেই মন্ত্রীর দায়িত্ব পালন শেষ হয়ে যায়, এমন রীতিই কি চলতে থাকবে?
শ্রমিকের স্বার্থ নিয়ে কাজ করা নেতা শিল্পমন্ত্রী দিলিপ বড়ুয়া কি নিজ দায়িত্ব অবহেলার জন্য পদত্যাগ করবেন?