* আবদুল্লাহ আবু সায়ীদকে ক্ষমা চাইতে হবে কারণ তিনি আমাদের মত সাধারণ মানুষের হয়ে যে কথা বলেছেন, তার জন্যে সরকার যখন তাকে ধরবে তখন আমরা তার পাশে থাকব না
* আবদুল্লাহ আবু সায়ীদকে ক্ষমা চাইতে হবে কারণ তার মত লোক যদি বিএনপি বা আওয়মিলগের কাছ থেকে নমিনেশন না কিনে ভোটে দাড়ান তা হোল আমরা সাধারণ মানুষ তার জামানতও ফেরত দিব না।
* আবদুল্লাহ আবু সায়ীদকে ক্ষমা চাইতে হবে কারণ আমরা সাধারণ মানুষ 5 বছর এই রাজনীতিবিদদের গালি দিব আর ভোট আসলে সামান্য কিছু টাকা, অথবা আত্তিয়টা, এলাকার প্র্রাত্থি, কিছু মীথা উন্নয়ন প্রতিশ্ক্র্রুতি, ধর্মীয় বিবেচনা, দলের প্রতি অন্ধ ভালোবাসা, বা অন্য কোনো কারণে এদেরই ভোট দিব, তবে সে যোগ্য কিনা, সত্ কিনা তা ঢেখবো না
* কারণ রাজনীতিবিদর আমাদের ভোট নিয়ে গণতন্ত্র হত্যার আইন পাস করে তখন আমরা সুদূ ঘরে বসে সমালোচনা করি কিন্তু প্রতিবাদ করতে পারি না।
অতএব যত দিন পর্যন্ত আমরা কোটি টাকায় যেটা রাজনীতিবিদের বিজয় বন্ধ না করবো ততো দিন পর্যন্ত আবদুল্লাহ আবু সায়ীদেড়কে এমন সত্য বলার জন্যে ক্ষমা চাইতেই হবে।
ভাদা বলেছেনঃ
আব্দুল্লাহ আবু সাঈদকে নয় বরং আমরা সবাই মন্ত্রীদের নিকট ক্ষমা চাইবো, যদি মন্ত্রীরা তাদের শপথ অনুযায়ী সরকার পরিচালনা করেন।
আর তা না হলে মন্ত্রীদেরই জাতির নিকট ক্ষমা চাইতে হবে, তাদের শপথ ভাঙ্গার কারণে।
কাজি বলেছেনঃ
মন্ত্রীরা কখনো ক্ষমা চাইবে না কারণ তারা জানে সাধারণ মানুষ তাদের কিছুই করবে না ভোটের সময় চোখ বুজে তাদেরকেই ভোট দিবে
সারাহ বলেছেনঃ
সত্যি কথা বোললে কেন ক্ষমা চাইতে হবে?
কাজি বলেছেনঃ
কারণ সত্যবাদিদের সাথে আমরা সাধারণ মানুষ শুধু মনে মনে থাকে বিপদে এগিয়ে যাই না
হৃদয়ে বাংলাদেশ বলেছেনঃ
দুঃখিত কাজি। অধ্যাপক আব্দুল্লাহ আবু সা্যীদকে কোন কারনেই ক্ষমা চাইতে হবেনা।
১। প্রথমতঃ তিনি সংসদ সদস্যদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন নি। কারন তাঁর কাছে তাঁর বক্তব্যের অডিও রেকর্ড আছে। অনেক টিভির কাছে সচিত্র বক্তব্যও আছে।
২। তিনি যা বলেছেন বলে অভিযোগটি করা হয়েছে, তা নেয়া হয়েছে ময়লানা মান্নানের পত্রিকা থেকে যাকে, এবং যার পরিবারকে সরকারী দল অহরহ মিথ্যা সংবাদ প্রকাশের জন্য দায়ী করে। আজ যদি সেই মিথ্যাসংবাদ প্রকাশকারী পত্রিকার সংবাদকে ভিত্তি করে নিজেদের স্বার্থোদ্ধারের ব্যবহার করে, তাহলে আমরা ধরে নেবো এটি আলবদর প্রধানের সাথে গুজুরগুজুর করা, খেলাফতে মজলিসের সাথে শরিয়া আইন চালুর চুক্তির ধারাবাহিক অনৈতিকতারই ধারাবাহিকতা।
৩। সবশেষে, বাংলাদেশের অযুত নিশ্চুপ জনতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের পাশে দাঁড়াবে।
কাজি বলেছেনঃ
ভাই আপনার কথা 100% খাটি তবে শুধু অযুত নিশ্চুপ জনতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের পাশে দাঁড়ালে এখন আর কাম হবে না এখন দরকার অযুত নিযুত চিত্কার করা প্রতিবাদী জনতা.
জাহেদ-উর-রহমান বলেছেনঃ
চমৎকার লিখেছেন আপনি। আপনাকে অভিনন্দন।
কাজি বলেছেনঃ
ধন্যবাদ ভাই
নুরুন্নাহার শিরীন বলেছেনঃ
ভাদা ভাই-এর সঙ্গে একদম সহমত আমার।
কাজি বলেছেনঃ
ধন্যবাদ
ইদুল বলেছেনঃ
অাল্লাহ তুমি ছাড়া বোধ হয় অামাদের অার রক্ষানেই। এইবার বোধহয় অয়ামীলীগ এবং অাবু সায়ীত স্যার দুইজনে ফাইসা গেছে।
কাজি বলেছেনঃ
আল্লাহ তখনই আপনাকে রক্ষা করবে যখন আপনি তার আদেশ মতো চলবেন ও সত্যর জন্যে লরবেন সুদূ চুপ করে বসে থাকলে আর হা হুতাশ করলে জেনে রাখুন আল্লাহ কর্তিক এর চেয়েও বড় গজব আম্মাদের জন্যে আসন্ন।