ভাগ্যের জোরে বেঁচে গেল এক যুবক

জিকে সাগর
Published : 21 July 2012, 03:37 AM
Updated : 21 July 2012, 03:37 AM

গত বুধবার ঠিক সন্ধ্যায় রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ইলেকট্রিক শক থেকে বেঁচে গেল ইউসুফ নামের এক যুবক। সায়েন্সল্যাব এলাকার সুকন্যা টাওয়ারের গলিতে ঢুকতেই হাতের বামপাশে যে বিদ্যুতের খুঁটিটা দাঁড়িয়ে আছে তা যেন এক মরণফাঁদ। বুধবার সন্ধ্যায় ইউসুফ ঐ বিদ্যুতের খুঁটির সাথে গাঘেঁষে দাঁড়িয়ে আরেক বন্ধুর সাথে গল্প করছিল এমন সময় একজন লোক এসে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কেউ কিছু বুঝে ওঠার আগেই লোকটা বিদ্যুতের খুঁটির সাথে ঝুলে থাকা ছেঁড়া তার উন্মুক্ত একটা কাটাউটে গুজে দিয়ে রোডল্যাম্পটা জ্বালিয়েই দ্রুত চলেগেল। তখন আর কারো বুঝতে বাকি থাকলানা কেন ঐ লোকটা ইউসুফকে ধাক্কা মেরেছিল কারণ ইউসুফের মাথার আঙ্গুল চারেক উপরেই ছিল ঐ বিদ্যুৎবাহী ছেঁড়া তার। আশপাশের দোকানদাররাও বৈদ্যুতিক তারের এই বেহাল দোষার কথা জানেনা।