ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে স্প্লেন্ডর আইটির বিশেষ প্রোগ্রাম

গ্লোকাল প্রো-এইস
Published : 6 June 2012, 07:15 PM
Updated : 6 June 2012, 07:15 PM

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশের তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান 'স্প্লেন্ডর আইটি' আয়োজন করেছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে বিশেষ প্রোগ্রাম। সঠিক পথে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে স্প্লেন্ডর আইটি আয়োজন করেয়েছে এই বিশেষ প্রোগ্রাম। প্রোগ্রামে থাকছে ফ্রি সেমিনার, মুক্ত আলোচনা এবং এডভ্যান্স মডিউল দিয়ে সাজানো বিশেষ ট্রেনিং। আরো থাকছে অনলাইন কুইজ। ফ্রি সেমিনার এবং কুইজে অংশ নিতে ভিজিট করুন fb.com/splendorit

এছাড়া ৮ জুন হতে শুরু হচ্ছে এডভ্যান্স মডিউল দিয়ে সাজানো বিশেষ ট্রেনিং। ৮ জুন 'প্র্যাক্টিক্যাল ফ্রিল্যান্স ক্যারিয়ার' নিয়ে দিনব্যাপি কর্মশালা, ১৫-১৬ জুন 'বেসিক এসইও' নিয়ে ২-দিনব্যাপি কর্মশালা। এছাড়াো ১৭ জুন হতে শুরু হবে সিএমএস (ওয়ার্ডপ্রেস, জুমলা) দিয়ে ওয়েব ডিজাইন, এডভ্যান্স এসইও, প্রোগ্রামিং সি শার্প এবং সফটওয়্যার ডেভেলপম্যান্ট (ওয়েব/ডেস্কটপ এ্যাপ্লিকেশন)। বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৯২৬৬৯১২৮৩।

স্প্লেন্ডর আইটি, ২০০৭ সাল হতে আউটসোর্সিং ফার্ম হিসেবে কাজ করছে। এছাড়াও দেশের অনেক সাইট ডিজাইন, এসইও। স্প্লেন্ডর আইটি বেশ কয়টি ওয়েব সাইট পরিচালনা করছে ২০০৭ হতে। যার মাধ্যে কোম্পানিটি দেশে তথ্য সেবা দিয়ে আসছে।