বাসের মহিলা আসন

জি এম জুবায়ের আহমেদ জুয়েল
Published : 30 Jan 2013, 06:16 PM
Updated : 30 Jan 2013, 06:16 PM

মৎস্য ভবন থেকে বাসে উঠলাম, নামব শ্যামলী । তিন সারি মহিলা সিটের ৯টি আসনে আমার আপুরা বসে আছেন ঠিক এভাবে ০-১-০, ১-১-০, ১-১-১। পাঠক নিশ্চয়ই বুঝতে পারছেন ৩ টি আসন ফাঁকা । হউক না ফাঁকা তাতে কি, আমি/আপনি ভদ্রলোক কি সেই সিটে বসতে পারি ? সহজ উত্তর হল "না"। কিন্তু যদি এমন হয় পিছনের , মাঝের ও সামনের সিট গুলোতে মহিলা বসে আছে অথচ মহিলা আসনে ফাঁকা থাকা সত্বেও বসছে না তখন আমি / আমরা কি করব? যদি আমার আপুরা একটু সদয় হয়ে আগে মহিলা সিট গুলো পূর্ণ করে পরে অন্য সিটে বসেন তবে কি বেশী ভালো হয় না? আজ এখানে-ই সমাপ্ত করলাম, কথা হবে অন্য দিন অন্য কোন প্রসঙ্গ নিয়ে।