এক দড়িতে ফাঁসি চাই

জি এম জুবায়ের আহমেদ জুয়েল
Published : 8 Feb 2013, 05:56 PM
Updated : 8 Feb 2013, 05:56 PM

আর কত অপেক্ষা, আর কত ক্ষণ গুনবো আমরা, তর যে সইছে না। আর কত খুন চায় ট্রাইবুনাল আর কত ধর্ষণ চায় আর কত গণহত্যা হলে পড়ে কাদের এন্ড গংদের ফাঁসি হবে বাংলার মাটিতে। ৪২টি বছর অপেক্ষা করেছি আর এক মুহূর্ত নয়। শাহবাগ স্বাধীনতা প্রজন্ম চত্বর থেকে যে ডাক এসেছে আমরা কেউ যাব না আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। শুধু শাহবাগ নয় সমস্ত বাংলাদেশ আজ জেগে উঠেছে ওই চিহ্নিত রাজাকার আলবদর আলশামসদের ফাঁসির দাবিতে। ওই কুলাঙ্গারদের আলাদা আলাদা নয় এক দড়িতে ঝুলিয়ে ফাঁসি দেয়া দরকার। তাদের নিয়ন্ত্রিত ইসলামী ব্যাঙ্ক, রেটিনা, ফোকাসসহ সমস্ত অর্থনৈতিক প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করা দরকার যাতে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড দুর্বল হয়ে যায়। কিসের বলে তারা গৃহ যুদ্ধের ডাক দেয়, কেন তারা এখনো গ্রেফতার হয় না? তারা কি রাষ্ট্রদ্রোহী নয়? আর রাষ্ট্রদ্রোহিতার বিচার কি হয় আমরা তা দেখবো।