ক্ষণজন্মা রাজনীতিবিদ মেয়র লোকমান হোসেন (ছবি ব্লগ)

মওদুদ মোমেন মিঠু
Published : 2 Nov 2011, 05:14 AM
Updated : 2 Nov 2011, 05:14 AM


নরসিংদী শহরের পৌরসভা কার্যালয় সংলগ্ন আওয়ামী লীগ পার্টি অফিসের সম্মুখে এক জনাকীর্ণ সমাবেশে মেয়র লোকমান হোসেন


পৌর অফিসে(পূর্বতন) বাংলাদেশের পৌর মেয়রদের সভাপতি মেয়র লোকমান


বক্তব্য রাখছেন ২বার গোল্ড মেডেল প্রাপ্ত সেরা মেয়র


একুশের প্রথম প্রহরে তার করা পৌর শহীদ মিনারে


বেস্ট মেয়র অব বাংলাদেশ


তার করা শাপলা চত্বরে বিদেশী প্রতিনীধীদের সাথে


তার করা নরসিংদী পৌর কবরস্থান


বয়স্ক ভাতা বিতরন


নরসিংদীর বর্তমান সাংসদ নজরুল ইসলাম হিরুর সাথে(ডানে)


শিশু কিশোরদের সাথে পৌরসভা প্রংগনে চিত্রাংকন প্রতিযোগীতায়


মেঘনার মোহনায় তার করা নরসিংদী শহর রক্ষা বাঁধ


দুস্থ নারীদের পাশে


উন্নয়নে নারীদের অংশগ্রহনের রেলিতে


প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সংগে


তাতিদের নিয়ে আন্দলনে নামেন


সিরাজগঞ্জে তাতীদের এক সমাবেশের অংশবিশেষ


দেশ টিভিতে তাতীদের জন্য কথা বলছেন টক শোতে


ধৃত হ্যাইজেকারদের বিচার করছেন


শহরের রাস্থাগুলো প্রশস্থ করছেন


নরসিংদী সার্কিট হাউজে এক অন্তরংগ মূহুর্তে তৎকালিন সাধারন সম্পাদক ও বর্তমান টেলিযোগাযোগ মন্ত্রীর সংগে


লে. জে. সফিউল্লাহ ও সারাহ কবীর কবরীর সাথে


তৎকালীন এলজিআরডি মন্ত্রীর সাথে স্থানীয় এক অনুষ্ঠানে


এলজিআরডি মন্ত্রী ও টেলিযোগাযোগ মন্ত্রীর সংগে


নরসিংদী জাতীয় পার্টির কাউন্সিল অধিবেশনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতাদের সাথে


আধুনিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের মাধ্যমে যোগাযোগ রাখতেন তরুন সমাজের সাথে, দৈনিক প্রথম আলোর খবর


নরসিংদী জেলা স্টেডিয়ামে (যেখানে তার যানাজা অনুষ্ঠিত হয়) ফুটবল খেলার উদ্বধনে


তার প্রথম নির্বচনী প্রতীক ছিল মোমবাতী, আর গত শীতে দ্বিতীয় ও শেষ প্রতীক নিচ্ছেন কবরী এমপির কাছ থেকে


সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে


তার শেষ নির্বাচনের প্রতীক কাপপিরিচ


নরসিংদী কলেজ এর তমাল তলায় বৈশাখী আনন্দে


তার করা ফোয়ারা


নরসিংদীবাসী হাটবে তার করা সিরামিক ইটের ফুটপাতে, আর মনে করবে মাত্র ৬ বছরে করা তার উন্নয়ন


এলাকার একটি জানাজার নামাজে কথা বলছে নরসিংদী বাসীর প্রিয় মেয়র লোকমান হোসেন, মুসুল্লিদের মাঝে খায়রুল কবির খোকনকে দেখা যাচ্ছে


তার করা পৌর ঈদগাঁয়ে আসছে ঈদের নামাজ পড়বে নরসিংদীবাসী, কিন্তু . . ।


তার শেষ চিকিৎসা ঢাকা মেডিকেলএ

***
উৎস : তার ফেসবুক বন্ধুদের কাছ থেকে সংগৃহীত…..।

***
ফিচার ছবি: লেখকের পোস্ট থেকে ব্যবহৃত