প্রকাশিত হল গল্পকবিতা’র “বৈজ্ঞানিক কল্পকাহিনী” সংখ্যা ও “সরলতা” সংখ্যার সেরা ২৫টা গল্প ও কবিতা

গল্পকবিতা
Published : 2 Nov 2012, 07:28 AM
Updated : 2 Nov 2012, 07:28 AM

এই নভেম্বর মাসে জন্য গল্পকবিতা ডট কম-এর লেখার বিষয়বস্তু ছিল "বৈজ্ঞানিক কল্পকাহিনী"। লেখক-পাঠকের ব্যাপক উৎসাহব্যঞ্জক সাড়ায় প্রকাশিত হল "বৈজ্ঞানিক কল্পকাহিনী" সংখ্যা। একই সাথে প্রকাশিত হল পাঠক ভোটে নির্বাচিত "সরলতা" সংখ্যার সেরা ২৫টি গল্পকবিতা

নতুন প্রজন্মের প্রতিভা ও সৃষ্টিশীলতা বিকাশে সাহিত্য বিষয়ক ওয়েব পোর্টাল গল্পকবিতা ডট কম-এ প্রতিমাসে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে চলে গল্প ও কবিতা লেখার প্রতিযোগিতা। এরই ধারাবাহিকতায় আগামী ডিসেম্বর মাসে গল্পকবিতা'র লেখার বিষয়বস্তু "মুক্তিযোদ্ধা"। মুক্তিযোদ্ধাদের অসীম সাহস আর ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। এই ঋণ কখনও শোধ হওয়ার নয়। বিজয়ের মাসে "মুক্তিযোদ্ধা" সংখ্যা মহান স্বাধীনতা সংগ্রামীদের স্মরণের একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। তাই দেরি না করে ২৫ নভেম্বর-এর মধ্যে আপনার সেরা লেখা'টি পাঠিয়ে দিন গল্পকবিতার ঠিকানায় । পাঠক ভোটে ও বিচারকদের বিচারে সেরা ছয় জন লিখিয়েদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরষ্কার। বিস্তারিত জানার জন্য লগ করুন গল্পকবিতা ডট কম-এ।