প্রকাশিত হল গল্পকবিতা’র ‘বাংলাভাষা’ সংখ্যা

গল্পকবিতা
Published : 31 Jan 2013, 01:28 PM
Updated : 31 Jan 2013, 01:28 PM

জানুয়ারি মাসে জন্য গল্পকবিতা ডট কম-এর লেখার বিষয়বস্তু ছিল 'বাংলাভাষা'। লেখক-পাঠকের ব্যাপক উৎসাহব্যঞ্জক সাড়ায় প্রকাশিত হল "বাংলাভাষা" সংখ্যা। একই সাথে প্রকাশিত হল পাঠক ভোটে নির্বাচিত 'ঈর্ষা' সংখ্যার সেরা ২৫টি গল্পকবিতা

নতুন প্রজন্মের প্রতিভা ও সৃষ্টিশীলতা বিকাশে সাহিত্য বিষয়ক ওয়েব পোর্টাল গল্পকবিতা ডট কম-এ প্রতিমাসে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে চলে গল্প ও কবিতা লেখার প্রতিযোগিতা। এরই ধারাবাহিকতায় স্বাধীনতা অর্জনের মাস আগামী মার্চে গল্পকবিতা'র লেখার বিষয়বস্তু 'স্বাধীনতা'। স্বাধীনতা প্রতি নিজ উপলব্ধি নিয়ে লিখে ফেলুন গল্প কিংবা কবিতা আর ২৬ ফেব্রুয়ারি-এর মধ্যে আপনার সেরা লেখাটি পাঠিয়ে দিন গল্পকবিতা'র ঠিকানায় । পাঠক ভোটে ও বিচারকদের বিচারে সেরা ছয় জন লিখিয়েদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরষ্কার। বিস্তারিত জানার জন্য লগ করুন গল্পকবিতা ডট কম-এ।