প্রকাশিত হয়েছে গল্পকবিতা ডট কমের ‘মা’ সংখ্যার বিজয়ীদের নাম ও ‘কষ্ট’ সংখ্যা

গল্পকবিতা
Published : 4 June 2011, 05:53 AM
Updated : 4 June 2011, 05:53 AM

নতুন প্রজন্মের প্রতিভা ও সৃষ্টিশীলতা বিকাশে ওয়েব পোর্টাল গল্পকবিতা ডট কম আয়োজিত 'মা' বিষয়ক প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে। পাঠক ভোটে প্রথম বিজয়ী হয়েছেন এমদাদ হোসেন নয়ন তাঁর কবিতার নাম 'আমার সিক্ত পৃথিবী

দ্বিতীয় বিজয়ী মিজানুর রহমান তুহিন তাঁর কবিতার নাম কান্না'

তৃতীয় বিজয়ী বিষণ্ণ সুমন তাঁর গল্গের নাম' "একটি দুঃস্বপ্নের মৃত্যু"'

চতুর্থ বিজয়ী মামুন ম.আজিজ তাঁর গল্পের নাম 'সাত মা

পঞ্চম বিজয়ী আহমেদ সাবের তাঁর কবিতার নাম 'চক্র'। আপনাদের অভিনন্দন আপনাদের জন্য রয়েছ আকর্ষণীয় পুরষ্কার।

গল্প-কবিতা ডট কম এ বছর জুড়ে বিভিন্ন পরিকল্পনার অংশ হিসেবে থাকছে প্রতিমাসে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে গল্প ও কবিতা লেখার প্রতিযোগিতা। এরই ধারাবাহিকতায় ১লা জুন প্রকাশিত হলো "কষ্ট" সংখ্যা।
'ভালোবাসা', 'স্বাধীনতা', 'বিশ্বকাপ ক্রিকেট / নববর্ষ', 'মা' ও 'কষ্ট' সংখ্যার সাফল্যের পরে জুন মাসের লেখার বিষয় বস্তু 'বন্ধু' । বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ এ জীবনের 'বন্ধু' কিংবা 'বন্ধুত্ব' নিয়ে আছে অনেক কথা, আনন্দ অথবা বেদনার স্মৃতি, মন্তব্য, দর্শন; গল্প কবিতা ডট কমে

তাই লিখুন গল্প ও কবিতার ভাষায়। লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন।