গল্পকবিতা আগস্ট ২০১১ সংখ্যা : “বর্ষা” এর ফলাফল প্রকাশ করা হয়েছে

গল্পকবিতা
Published : 23 Sept 2011, 12:42 PM
Updated : 23 Sept 2011, 12:42 PM

নতুন প্রজন্মের প্রতিভা ও সৃষ্টিশীলতা বিকাশে সাহিত্য বিষয়ক ওয়েব পোর্টাল গল্পকবিতা ডট কম আয়োজিত 'বর্ষা' সংখ্যার ফলাফল প্রকাশিত হয়েছে। বিচারক ও পাঠকের ভোটে গল্প বিভাগে প্রথম বিজয়ী হয়েছেন আহমাদ মুকুল তাঁর 'বরষণে উচাটন, মন…' গল্প নিয়ে। দ্বিতীয় বিজয়ী মনির মুকুল, তাঁর গল্প 'অন্যরকম সাক্ষী'। তৃতীয় মো: আখতারুজ্জামান, গল্পের নাম 'অন্ত:সার শূন্য জীবনের গল্প'

কবিতা বিভাগে সেরা ৩টি কবিতা হয়েছে যথাক্রমে প্রজ্ঞা মৌসুমী'র 'জল-শব্দ', ম্যারিনা নাসরিন সীমা'র 'সুখদুঃখের গল্পকথা' ও আশা'র 'মেঘনাপ্রেমের ছন্দ'।

বিজয়ীদের গল্পকবিতা এর পক্ষ থেকে অভিনন্দন। বিজয়ীরা পাচ্ছেন :
প্রথম গল্প ও কবিতার জন্য পুরস্কার: প্রতিটি ১৫০০ টাকার প্রাইজবন্ড এবং সনদপত্র
দ্বিতীয় গল্প ও কবিতার জন্য পুরস্কার: প্রতিটি ১০০০ টাকার প্রাইজবন্ড এবং সনদপত্র
তৃতীয় গল্প ও কবিতার জন্য পুরস্কার: ১টি করে সনদপত্র