গল্পকবিতা সেপ্টেম্বর ২০১১ সংখ্যা : “ক্ষুধা” এর ফলাফল প্রকাশ করা হয়েছে।

গল্পকবিতা
Published : 17 Oct 2011, 07:08 AM
Updated : 17 Oct 2011, 07:08 AM

নতুন প্রজন্মের প্রতিভা ও সৃষ্টিশীলতা বিকাশে সাহিত্য বিষয়ক ওয়েব পোর্টাল গল্পকবিতা ডট কম আয়োজিত 'ক্ষুধা' সংখ্যার ফলাফল প্রকাশিত হয়েছে। বিচারক ও পাঠকের ভোটে গল্প বিভাগে প্রথম বিজয়ী হয়েছেন বিষণ্ণ সুমন তাঁর 'ক্ষুধার নিবৃত্তি' গল্প নিয়ে। দ্বিতীয় বিজয়ী মহি মুহাম্মদ, তাঁর গল্প 'ফেন'। তৃতীয় ম রহমান, গল্পের নাম 'ফাঁস'

কবিতা বিভাগে সেরা ৩টি কবিতা হয়েছে যথাক্রমে খন্দকার নাহিদ হোসেন-এর 'কবিতায় পুনরাবৃত্তি কবির ঝুলে থাকা', তানভীর-এর 'উড়ুক্কুসংক্রান্ত' ও রফিকুজ্জামান রণি'র 'ক্ষুধার্ত তরুণীর শূন্য থালা'

বিজয়ীদের গল্পকবিতা এর পক্ষ থেকে অভিনন্দন। বিজয়ীরা পাচ্ছেন :
প্রথম গল্প ও কবিতার জন্য পুরস্কার: প্রতিটি ১৫০০ টাকার প্রাইজবন্ড এবং সনদপত্র
দ্বিতীয় গল্প ও কবিতার জন্য পুরস্কার: প্রতিটি ১০০০ টাকার প্রাইজবন্ড এবং সনদপত্র
তৃতীয় গল্প ও কবিতার জন্য পুরস্কার: ১টি করে সনদপত্র

গল্পকবিতা ডট কম প্রতিমাসে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে চলে গল্প ও কবিতা লেখার প্রতিযোগিতা। এরই ধারাবাহিকতায় অক্টোবর মাসে প্রকাশিত হয়েছে "গর্ব" সংখ্যা। আর আগামী নভেম্বরের লেখার বিষয় হল 'গ্রাম বাংলা'। আপনার 'গ্রাম বাংলা' বিষয়ক নানা লেখায় ভরে উঠবে গল্পকবিতা ডট কম প্রাঙ্গণ- এই আমাদের প্রত্যাশা। লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর।