লিখুন গল্পকবিতা’র শীত সংখ্যায়

গল্পকবিতা
Published : 1 Dec 2011, 06:35 AM
Updated : 1 Dec 2011, 06:35 AM

বছর ঘুরে আবার কুয়াশার সাদা চাদর গায় শীত এসেছে, কোমল ছোঁয়ায় কাঁপছে সারা দেশ। রঙিন পৃথিবী ঝাপসা চোখে সাদাকালো হয়ে ধরা পড়া। ফসলের মাঠ জুড়ে সরষে ফুলের গন্ধ। সুদূর অতীত হয়েও মনের মাঝে সগর্বে টিকে থাকা নতুন ক্লাসের উত্তেজনা আর নতুন বইখাতার চনমনে গন্ধ। সাতসকালে বারান্দায় দাঁড়িয়ে মুখ থেকে ধোঁয়া ছোটানোর আপ্রাণ চেষ্টা,পল্লী গাঁয়ে দাদাবাড়ি নানাবাড়িতে কুয়াশা নিয়ে খেলা। শীত মানে গরম-গরম পিঠা আর খেজুরের রসের মিলন মেলা, শিশির ভেজা সকাল আর সোনালী সূর্য। শীত মানে একটা দীর্ঘ রজনী। শীত মানে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আয়েশে চোখ বুজে আসা। আসন্ন গ্রীষ্মের কোন এক দিনের জন্য তিলে তিলে স্বপ্ন বুনে তোলা। মায়া জড়ানো দুপুর আর গড়িমসি করে পার করা সন্ধ্যা। শীত নিয়ে আমাদের জীবনে কত কথা, কত স্মৃতি। এবার সেই স্মৃতিটুকু আটকে ফেলুন গল্প বা কবিতার ভাষায় আর ২৫ ডিসেম্বরের মধ্যে পাঠিয়ে দিন গল্পকবিতা'র ঠিকানায় কারণ গল্পকবিতা'র আগামী সংখ্যা হল শীত। তাই শীতের আড়মোড়া ভেঙে উঠুন আর লিখুন গল্পকবিতা'য়।