লিখুন গল্পকবিতার মার্চ ২০১২ সংখ্যায়

গল্পকবিতা
Published : 10 Feb 2012, 07:29 AM
Updated : 10 Feb 2012, 07:29 AM

ফেব্রুয়ারি মাসের জন্য আমাদের লেখার বিষয়বস্তু ছিল "একুশে ফেব্রুয়ারি"। "একুশে ফেব্রুয়ারি" সংখ্যা উপলক্ষে গল্পকবিতায় লেখক-পাঠকের ব্যাপক উৎসাহব্যঞ্জক সাড়া পেয়েছি। স্বাধীনতা অর্জনের মার্চ মাসের গল্পকবিতার লেখার বিষয়বস্তু "মুক্তির চেতনা"। শত চেষ্টা করেও বাঙালি জাতীকে কেও পরাধীন করে রাখতে পারেনি। হাজার বছর ধরে মুক্তির চেতনায় বলিয়ান হয়ে মুক্তির সংগ্রামের ডাক দিয়ে গেছে। প্রতিষ্ঠা করেছে স্বাধীন দেশের স্বপ্ন। তার পরেও থেমে থাকেনি মুক্তির সংগ্রাম ক্ষুধা, দারিদ্র আর মানব অধিকারের আদায়ে লড়ে চলা। তাই আগুন ঝরা মার্চে 'মুক্তির চেতনা' পরিপূর্ণ হবে গল্পকবিতার সংখ্যাটি। তাই দেরি না করে আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে "মুক্তির চেতনা" নিয়ে আপনার অপ্রকাশিত সেরা গল্প অথবা কবিতাটি পাঠিয়ে দিন গল্প কবিতার ঠিকানায়।