গল্পকবিতা জানুয়ারি ২০১২ সংখ্যা : ‘শীত’ এর ফলাফল প্রকাশ করা হয়েছে

গল্পকবিতা
Published : 15 Feb 2012, 11:23 AM
Updated : 15 Feb 2012, 11:23 AM

নতুন প্রজন্মের প্রতিভা ও সৃষ্টিশীলতা বিকাশে সাহিত্য বিষয়ক ওয়েব পোর্টাল গল্পকবিতা ডট কম আয়োজিত 'শীত' সংখ্যার ফলাফল প্রকাশিত হয়েছে। বিচারক ও পাঠকের ভোটে গল্প বিভাগে প্রথম বিজয়ী হয়েছেন মোঃ শামছুল আরেফিন তাঁর 'হঠাৎ চৈতন্যোদয়' গল্প নিয়ে। দ্বিতীয় বিজয়ী বিষণ্ণ সুমন, তাঁর গল্প 'ওম'। তৃতীয় মোঃ আক্তারুজ্জামান, গল্পের নাম 'ডাক দিয়ে যায়'।
কবিতা বিভাগে সেরা ৩টি কবিতা হয়েছে যথাক্রমে জলধারা মোহনা'র 'ছায়ারঙা শীত', প্রজ্ঞা মৌসুমী'র 'বায়োস্কোপ' ও সিপাহী রেজা'র 'উদাসীনতা'।
বিজয়ীদের গল্পকবিতা এর পক্ষ থেকে অভিনন্দন। বিজয়ীরা পাচ্ছেন :
প্রথম গল্প ও কবিতার জন্য পুরস্কার: প্রতিটি ১৫০০ টাকার প্রাইজবন্ড এবং সনদপত্র
দ্বিতীয় গল্প ও কবিতার জন্য পুরস্কার: প্রতিটি ১০০০ টাকার প্রাইজবন্ড এবং সনদপত্র
তৃতীয় গল্প ও কবিতার জন্য পুরস্কার: ১ টি করে সনদপত্র
গল্পকবিতা ডট কম প্রতিমাসে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে চলে গল্প ও কবিতা লেখার প্রতিযোগিতা। এরই ধারাবাহিকতায় আগামী মার্চ মাসে প্রকাশিত হবে "মুক্তির চেতনা" সংখ্যা। শত চেষ্টা করেও বাঙালি জাতীকে কেও পরাধীন করে রাখতে পারেনি। হাজার বছর ধরে মুক্তির চেতনায় বলিয়ান হয়ে মুক্তির সংগ্রামের ডাক দিয়ে গেছে। প্রতিষ্ঠা করেছে স্বাধীন দেশের স্বপ্ন। স্বাধীনতা অর্জনের মার্চ মাসে "মুক্তির চেতনা" নিয়ে আপনাদের লেখা গল্প ও কবিতায় ভরে উঠবে গল্পকবিতা ডট কম প্রাঙ্গণ- এই আমাদের প্রত্যাশা। লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি।