সৌদি আরব: আমাদের পররাষ্ট্রনীতি

গুগলি
Published : 10 Oct 2011, 02:32 AM
Updated : 10 Oct 2011, 02:32 AM

আমি আপনাদেরকে আজকে নতুন কী জানাব? আপনারা সব্বাই কম বেশি অবগত। আমি একটা কথা জানলাম, ডাঃ। দীপু মনি ম্যাডামকে নিয়োগ করা হeয়ছিল আমরিকা ও ভারত এর জন্য!! (বাকি ওয়ার্ল্ড কী ফেলনা)। যাক সে কথা, আমাদের মাননীয় অ্যাম্বাসাডার (Riyadh) সাহেব নাকি দাবা খেলতে পসন্দ করেন। এত তাই পসন্দ যে ওনার কর্তব্য পর্যন্ত মনে থাকে না।

"সৌদি আরব রাজধানী রিয়াদের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) হারুন-উর-রশীদ বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সৌদি আইনে আদালতের দেয়া দণ্ড মওকুফ করার কারও কোন সুযোগ নেই। তা কেবল মাত্র ঘটনায় সংক্ষুব্ধ ব্যক্তি, অনুপস্থিতিতে ওই ব্যক্তির পরিবার কিংবা মামলার বাদী ক্ষমা করে দিতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা জানান, কার্যকর হওয়া ৮ বাংলাদেশীর মৃত্যুদণ্ড মানবিক কারণে মওকুফ করতে বাংলাদেশের প্রেসিডেন্ট সৌদি বাদশাহকে পত্র দিয়ে অনুরোধ জানিয়েছিলেন। তার জবাবে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশকে মিশরীয় দূতাবাস কিংবা সরকারের মাধ্যমে নিহত ব্যক্তির স্ত্রী কিংবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছিল"

আমার কথা হল ইন্দোনেশিয়ানরা কিভাবে পারে? আপনাদের কাজ কী?