বায়োমেট্রিকঃ ক্ষতির সম্ভাবনাটাও বেশি

গৌতম বুদ্ধ পাল
Published : 4 March 2016, 09:59 AM
Updated : 4 March 2016, 09:59 AM

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন বন্ধ করতে বলা হয়েছে উচ্চ আদালত থেকে । কমপক্ষে আমি অনেক খুশী । কারন প্রত্যক্ষভাবে এর উপকারিতা দেখা গেলেও ক্ষতির সম্ভাবনাটাও বেশী । কারন দেশের শুধুমাত্র টেলিটক ছাড়া সকল কোম্পানিগুলোই বাহিরের । আমি বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের বিপক্ষের জন্য শুধুমাত্র একটা উদাহরণ দেই ।

যে কোন দেশে যদি বড় কোন অপরাধ সংগঠিত হয় তাহলে খুব সহযেই ফেঁসে যেতে পারেন আপনিও । আপনা আপনি নয় আপনাকে ফাঁসিয়ে দেওয়া হবে । সেটা কোন অপরাধীও করতে পারে এমনকি কোন দেশ তাদের সুনাম অক্ষুণ্ণ রাখতে কিংবা বৃদ্ধি করতেও আমাদের দেশের নাগরিককে ফাঁসিয়ে দিতে পারে । সেটা করবে শুধুমাত্র একটি আঙ্গুলের ছাপের মাধ্যমেই । এখন কথা হচ্ছে বায়মেট্রিক পদ্ধতি এ পর্যন্ত কয়টি দেশে চালু আছে কেউ কি জানেন?

আমার জানা মতে এ পর্যন্ত এই পাগলামীটা শুধুমাত্র পাকিস্থান প্রথম এবং বাংলাদেশ দ্বিতীয় করছে । এটা যদি এতই জরুরী এবং ডিজিটালাইজ হয়ে থাকে তাহলে আমেরিকা, চীন, জাপান ইত্যাদির মতো দে গুলোতে কেন করা হয় নি এখনো!!! সেই দেশগুলো তো আমাদের দেশের তুলনায় অনেক এগিয়ে । তবে আমাদের সমস্যা কোথায়?