ব্রাক্ষ্মণবাড়িয়ায় স্বাধ্যায় যজ্ঞ অনুষ্ঠিত

গৌতম বুদ্ধ পাল
Published : 22 Oct 2016, 08:50 AM
Updated : 22 Oct 2016, 08:50 AM

পরমধাম প্রস্থিত অমৃততপা পুরুষ শ্রীল শ্রীহরিআনন্দ গোস্বামীর নির্য্যান মহোৎসব স্বরণে আজ ৫ কার্তিক ২২ অক্টোবর শনিবার ব্রাক্ষ্রনবাড়িয়ার কান্দিপাড়ায় শ্রীশ্রী রঘুনাথ জিউর আখড়ায় সকাল ১১ ঘটিকায় স্বাধ্যায় যজ্ঞ অনুষ্ঠিত হয় । স্বাধ্যায় যজ্ঞে রাস পঞ্চোধ্যায় পাঠ করেন শ্রীশ্রী শচিঅঙ্গন ধামের সভাপতি প্রফেসর নিখিল ভট্রাচার্য্য , নারায়নী স্তোত পাঠ করেন ভাগবতশাস্ত্রী শ্রীযুক্ত চৈতন্য প্রসাদ গোস্বামী, হরিদাস নির্য্যান পাঠ করেন শ্রীগৌরবাণী পত্রিকার সম্পাদক এড. কিশোরি পদ দেব শ্যামল, কঠোপনিষদ পাঠ করেন শ্রীযুক্ত সমরেন্দ্র লাল দেব, ভারত সাবিত্রী রুচিস্তোত্র পাঠ করেন শ্রীশ্রী শচিঅঙ্গন ধাম সেবা ট্রাস্টের সভাপতি শ্রীযুক্ত মনোজ বিকাশ দেবরায়, হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শ্রীমৎ শিবাত্নানন্দজী মহারাজ, ব্রাক্ষ্রণবাড়িয়ার শ্রীশ্রীরাধা গোবিন্দ গোপিনাথ জিউড় মন্দিরের অধ্যক্ষ শ্রীল শ্রীগোবিন্দ গোপাল গোস্মামী, তেলিয়াপাড়া চৈতন্য মঠের অধ্যক্ষ শ্রীমৎ শম্ভুনাথানন্দজী পরমহংস গিরি মহারাজ, শ্রীগৌরবাণী পত্রিকার নির্বাহী সম্পাদক গৌতম বুদ্ধ পাল । আরও পাঠ করেন মৌলভীবাজার টাউন চতুস্পাঠীর অধ্যক্ষ শ্রীযুক্ত মঞ্জু গোপাল দেব, মৌলভীবাজার মহিলা ভাগবত সংঘের সভাপতি শ্রীযুক্তা শিলা তালুকদার, পদাবলী কির্তনীয়া শ্রীযুক্ত ননী গোপাল চক্রবর্তী সহ বিভিন্ন মঠ ও মন্দির থেকে আগত সাধুগুরু মহারাজরা ।