ভালোবাসা বদলায় না, তার রং বদলায়

গৌতম বুদ্ধ পাল
Published : 15 Feb 2017, 03:05 AM
Updated : 15 Feb 2017, 03:05 AM

বিশ্বাসের উপর ভিত্তি করে এই দুনিয়া আজ জাগ্রত। চলমান তার ধারা, সাথে মানুষের জীবন। আমাদের সমাজ ব্যবস্থা আজ এতটাই নিকৃষ্ট হয়েছে যে, প্রেম বলতে শুধুমাত্র আমরা প্রেমিক-প্রেমিকা, মানে ছেলে-মেয়ের মেলবন্ধন বুঝি।

পৃথিবীর প্রত্যেক মানুষের জন্ম ভালোবাসার কোন এক রং-য়ের সংমিশ্রণে। ভালোবাসা আছে বলেই, আমার মা-বাবা-বো-ভাই-ছেলে-মেয়ে-স্ত্রীসহ অনেক আত্মীয়-স্বজন। ভালোবাসা আছে বলেই তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সচিব, কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিক, শিল্পী, শিক্ষক, ব্যবসায়ী, ডাক্তার, প্রকৌশলী, ছাত্র অনেক পেশাজীবী মানুষ।

বাসস্টপে বসে দুই ভদ্রলোকের ভালোবাসা দিবস নিয়ে অভিমত- 'আসলে ভালোবাসা দিবসের নামে এসব তামাশা, খু্ব খারাপ এসব। হ হ ঠিক বলেছেন।'

পাশে বসা আরেক ভদ্র লোক বললেন, 'আপনি কি আপনার স্ত্রী, ছেলে-মেয়েকে ভালোবাসেন না?'

১৪ ফেব্রুয়ারি যে ভালবাসতে হবে তা নয়, আপনি প্রতিদিন ভালোবাসবেন। আপনি নিজের মতো করে প্রতিদিন উদযাপন করুন আপনার পরিবারের সাথে। শুধুমাত্র একেক দিন একেক রং এর অনুভূতি পাবেন আপনার হৃদয়ে। রং বদলাবে কিন্তু ভালোবাসা আগের মতোই থাকবে।