মৌলভীবাজারে নাগরিক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গৌতম বুদ্ধ পাল
Published : 7 July 2017, 08:15 PM
Updated : 7 July 2017, 08:15 PM

একটি সংবাদের শুরু হয় একজন নাগরিকের কাছ থেকে আর নাগরিক হয়ে আরেকজন নাগরিকের যখন তিনি প্রতনিধিত্ব করেন তখনই তিনি একজন নাগরিক সাংবাদিক।
মূলধরার সাংবাদিকতার সাথে এই সকল সাংবাদিকদের কোন মিল নেই । কিন্তু এটা নয় যে মূলধরার সাংবাদিকরা নাগরিক সাংবাদিকতা থেকে বিচ্ছিন্ন । বরং সামষ্ঠিক অর্থে তারা একই বলা যায় তারা সাংবাদিক সমাজের প্রতিনিধিত্ব করেন।

এসব বিষয় নিয়ে ৭ জুলাই শুক্রবার মৌলভীবাজারে শ্রীগৌরবাণী পত্রিকার আয়োজনে পত্রিকার প্রধান কার্যালয়ে এক নাগরিক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নবীণ সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত হয় এই কর্মশালা ।

শ্রীগৌরবাণী পত্রিকার সম্পাদক এডভোকেট কিশোরী পদ দেব শ্যামলের সভাপত্বিতে প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন দৈনিক আমাদের সময় পত্রিকার আর্ট সম্পাদক রাজীব রায়। আরও প্রশিক্ষণ প্রদান করেন শ্রীগৌরবাণী পত্রিকার নির্বাহী সম্পাদক এবং ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের নাগরিক সাংবাদিক ও ব্লগার গৌতম বুদ্ধ পাল ।