বিএনপি বনাম উচ্চ আদালত

হাবিব৯১
Published : 3 May 2012, 03:41 PM
Updated : 3 May 2012, 03:41 PM

আইন বিষয়ে পড়াশুনা করি, তাই কিছু কিছু আইনের কার্যকলাপ দেখে হতবাক হই : যাই হোক কাজের কোথায় আসি, কয়েকদিন ধরেই দেখতেছিলাম বিএনপি'র কিছু নেতাদের নিয়ে আমাদের সম্মানিত উচ্চ আদালতের বিচারকরা উভয় সংকটে আছেন। দেখলুম রিজভী সাহেবকে করাঘারে প্রেরণ করা হয়েছে, এ বিষয়ে আমার কোনো অভিযোগ নাই কিন্তূ আমার কথা হল এসব বিষয়ে আদালত যদি জামিন মঞ্জুর না করে তাইলে ভবিষসতে এ ধরনের আচরণ কিন্তূ বর্তমান সরকারের বিরদ্ধে ও হতে পারে। আইন এর মতে এবং প্রায় সময় আমরা দেখি এসব মামলায় খুব সহজে একজন মানুষ জামিন পেয়ে যাই তাই রিজভী সাহেবের বিষয়টা একটু গুলাটে ই মনে হতে পারে সবার কাছে। আমরা জানি আমাদের বিচার বিভাগ কয়েকবছর আগে নির্বাহী বিভাগ হতে আলাদা হয়ে গেছে, যেটি আমাদের জন্য ছিল অনেক বড় একটি পাওয়া। তাই আমরা চাই আমাদের বিচার বিভাগ সুন্দর ও নিরপেক্কভাবে কাজ করুক এবং ন্যায় এর শাসন নিশ্চিত করুক, যাতে করে আমরা পারি একটি অপরাধমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলতে।