সত্য বল সুপথে চল, ওরে আমার মন আবুল মাল মুহিত

হাবিব৯১
Published : 21 May 2012, 04:15 AM
Updated : 21 May 2012, 04:15 AM

আজ এই খুশির দিনে কলম হাতে বসে থাকতে পারলাম না আর, কারণ লক্ষ করছি আজকাল আমাদের রাজনীতিবিদদের মধ্যে সত্যি কথা বলা ও নিজেদের দোষ স্বীকার প্রবণতা দেখা দিয়েছে, যেটা দেশ ও দেশের মানুষের জন্য নিঃসন্দেহে শুভ সংবাদ। তারা যখন সত্ত কথা বলে এবং নিজেদের ভুলের ঝুলিখানা সবার সামনে উম্মোচন করে তখন আমরা আম জনতা খুশি হই এবং তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। তাই আজ প্রথমেই মুহিত সাহেবের প্রতি অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তিনি আজ তাহার অসংখ্য সত্য জানা বিষয়গুলো হতে একটা সত্য জন সম্মুখে প্রকাশ করেছেন। তিনি হইত বুজতে পারেন নি যে মৌচাকে তিনি ঢিল ছুড়েছেন তার দূরত্ব নিজের ঘর হতে বেশি দূরে নয়, যাক তা হইত বা সততার চাদরে ডাকা পড়েছে। সত্য ও আত্মসমালোচনার জয়গান ও মান রেখে আমাদের মুহিত সাহেব প্রথম আলোর প্রথম পাতার প্রথম কলামে বলেছেন দেশ আজ সর্বক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত, কয়েকদিন আগে তিনি স্বীকার করেছিলেন বিদ্যুত পরিকল্পনায় তার সরকারের ভুলের কথা। তাই আজ নিশিতে এই অকৃত্রিম খুশির বার্তা নিয়ে আমার মন বলতে চাই, সত্যের জয় হবে নিশ্চয়ই, নিজে শত পথ বেছে নাও এবং শত কাজ কর আর পেছনে ফিরে দেখ' তোমার পেছনে তোমার পথিক হয়েছে হাজার ও তুমি, যারা এক ই সুরে বলছে জেগে উট হে বাঙালী

_ হাবিব