অর্থমন্ত্রী না প্রধানমন্ত্রী কার কথা ঠিক?

হাবিব৯১
Published : 21 May 2012, 06:23 PM
Updated : 21 May 2012, 06:23 PM

গতকালের একটা লেখায় মুহিত সাহেবকে ধন্যবাদ জানিয়েছিলাম কারণ তিনি বলেছিলেন দেশের প্রতিটা সেক্টর এখন দুর্নীতিগ্রস্ত। সেখানে আর একটা কথা ও লিখেছিলাম ঢিলটা মনে হই নিজের দিকেই ছুঁড়লেন তিনি। তাকে সত্যি করে আজ খুব অল্প সময়েই মুহিত সাহেবের কথাকে মূল্যহীন করে প্রধানমন্ত্রী বললেন "দুর্নীতিগ্রস্ত নয়, এখন বাংলাদেশ সম্ভাবনাময়"। মুহিত সাহেব বোধ হই এই কোথায় একটু কষ্ট অনুভব করবেন, আর করাটাই স্বাভাবিক। কিছু বাঙালি আছে যারা কখনো কার ও কথা কে সম্মান করে নাই এবং আশু ফিউচার এ ও করবে বলে মনে হই না। আমরা এখন দু'মুখী দুটো কমেন্ট এর সামনে দাঁড়িয়ে আছি যেখানে কেও বলছে দুর্নীতির কথা আবার কেও সম্ভাবনার কথা, তাইলে আজ জাতির প্রশ্ন মাননীয় অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে আপনাদের মধ্যে কার কথা আমরা বিশ্বাস করব?