মানুষের জীবনের কি কোনও মূল্য নেই?

হাবিব৯৬
Published : 25 April 2012, 03:58 PM
Updated : 25 April 2012, 03:58 PM

মানুষ এত জঘন্য পিশাচ কিভাবে হয়?? মানুষের জীবনের কী কোনও মূল্য নাই এদের কাছে? একটা জীবন্ত মানুষকে পুলিশের হেফাজতে পিটিয়ে মেরে ফেলল। এদের কী কোনও বিচার হবে না?নাকি যুদ্ধ অপরাধীদের বিচারের উছিলায় এরা বেঁচে যাবে? এরা কী যুদ্ধ অপরাধীদের থেকে কোনও অংশে কম অন্যায় করছে? এসব কী সরকারের চোখে পড়ে না?সাধারণ জনগণ কী তাদের হাতের পুতুল?মন্ত্রীদের ছেলেমেয়ে, আত্বিয় স্বজন তো ঠিকই নিরাপদ এবং বিলাসবহুল জীবন যাপন করছে অথচ যাদের ভোটে এরা ক্ষমতায় আসে তাদের প্রতি এত অবহেলা?এরকম ঘটনা এখন নিত্যনৈমিত্তিক বেপার হয়ে দাড়িয়েছে। এসবের বিচার না হলে এমন পরিস্থিতি একসময় আসতে পারে যখন সাধারণ জনগণ সরকারের বিচার করবে। কারণ পিঠ যখন দেয়ালে থেকে যায় মানুষ আর কোনও বাঁধাই মানে না। আমাদের নিজেদের দেশের স্বাধীনতা অর্জনই তার বড় প্রমাণ।