আইন করে হরতাল বন্ধ করা উচিত

হারিছ খান
Published : 7 July 2011, 10:03 AM
Updated : 7 July 2011, 10:03 AM

হরতাল মানুষের উন্নতি নয়, দুর্গতি আনে। মানুষের জান ও মালের ক্ষতি করে। দেশের ক্ষতি করে। প্রাপ্ত তথ্য মতে, সম্প্রতি ৬ দিনের হরতালে দেশের ২০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। আফসোস!! কাজেই আসুন আমরা সকলেই হরতালকে 'না' বলি।

এ প্রসঙ্গে বলে রাখা ভাল যে, আমরা মুসলমান। ৯৭% মুসলমানের আবাসভূমি হলো এই বাংলাদেশ। সেই দিকে থেকে বিবেচনা করলে মুসলমান হিসেবে আমাদের জন্য হরতাল বর্জন করা ফরয-ওয়াজিবের অন্তর্ভুক্ত। কারণ হরতাল মুসলমানদের কোন বিধানের মধ্যে পড়ে না। বরং বিধর্মী ও ইহুদী-নাছারাদের নিয়মনীতি। আর মুসলমানদের জন্য সর্বাবস্থায় সমস্ত বিধর্মীদৈর নিয়মনীতি ও বিধান পালন করা মহান আল্লাহ পাক এবং উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের পক্ষ থেকে হারাম করা হয়েছে। আর এতেই মুসলমান তথা বিশ্ববাসীর জন্য সমূহ কল্যাণ নিহিত রয়েছে।

কাজেই আমি আবারো বলি, আসুন আমরা হরতালকে 'না' বলি। ধন্যবাদ।